Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংখ্যায়-রেকর্ডে মিরাজের জিম্বাবুয়ে সিরিজ

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫ ১৯:১৯

দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির পর মিরাজের উদযাপন। ছবি: শ্যামল নন্দী

ব্যাটে-বলে দারুণ এক সিরিজ কাটল মেহেদী হাসান মিরাজের। ১৫ উইকেট নিয়েছেন, ব্যাট হাতে করেছেন ১১৬ রান। দুর্দান্ত এই পারফরম্যান্সে হয়েছেন সিরিজ সেরা। আজ (বুধবার) চট্টগ্রামে করেছেন সেঞ্চুরি,  ইনিংসে পাঁচ উইকেট নিয়ে দলকে ১৭ মাস পর ঘরের মাঠে এনে দিয়েছেন জয়। দারুণ এই অলরাউন্ড পারফরম্যান্সের পর বেশ কিছু রেকর্ডও গড়েছেন এই অলরাউন্ডার।
এক নজরে দেখে নিন জিম্বাবুয়ে সিরিজে মিরাজের জিম্বাবুয়ে সিরিজ-
  • টেস্ট ক্যারিয়ারে ১৩-তম বার ইনিংসে পাঁচ উইকেট
  • একই টেস্ট সেঞ্চুরি করা ও পাঁচ উইকেট নেয়া তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার
  • ২ হাজার টেস্ট রান ও ২০০ উইকেট নেয়া দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার
  • একই সিরিজে এক ম্যাচে ১০ উইকেট ও এক ইনিংসে সেঞ্চুরি করা দ্বিতীয় বাংলাদেশি ও ইতিহাসের সপ্তম ক্রিকেটার
  • টেস্টে বাংলাদেশের হয়ে চতুর্থ সর্বোচ্চ তিনবার ম্যাচ সেরা
  • টেস্টে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ তিনবার সিরিজ সেরা

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

জিম্বাবুয়ের বাংলাদেশ সফর বাংলাদেশ ক্রিকেট দল মেহেদী হাসান মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর