সমতায় শেষ বার্সা-ইন্টার ৬ গোলের থ্রিলার
১ মে ২০২৫ ১১:৫৩ | আপডেট: ১ মে ২০২৫ ১৫:০৬
ম্যাচ শুরুর বাঁশি বাজতে না বাজতেই বার্সেলোনার জালে ইন্টার মিলানের গোল। ৩০ সেকেন্ডের মাথায় গোল হজম করে ফেলবে বার্সেলোনা, এটা দুঃস্বপ্নেও ভাবেনি হয়তো ক্লাবটির কোনো ভক্ত। মিনিট বিশেক পর আরও একবার ইন্টারের গোল। ২০ মিনিটের মধ্যেই জোড়া ধাক্কা। সেটার জবাব দিল বার্সা দুই গোল দিয়ে সমতায় ফিরে। দ্বিতীয়ার্ধে ইন্টার এক গোলে এগিয়ে গেলেও ধরে রাখতে পারেনি লিড। এবারের মৌসুমের চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগ শেষ হলো রোমাঞ্চকর ৩-৩ গোলের ড্র’তে। যেখানে আলাদা করে নজর কেড়েছেন লামিন ইয়ামাল।
মার্কাস থুরাম গোলের খাতা খোলার পর ইন্টারের হয়ে বাকি দুই গোল করেছেন ডেনজেল ডামফ্রিস। বার্সার জার্সিতে শততম ম্যাচ লামিন ইয়ামাল রাঙিয়েছেন চোখ ধাঁধানো এক গোলে। সমতায় ফিরিয়েছেন ফেরান তোরেস। আর শেষটি কাগজে-কলমে গোলরক্ষক ইয়ান সোমারের আত্মঘাতী গোল হিসেবে রেকর্ডে থাকলেও এর নেপথ্যে আছে রাফিনিয়ার দুর্দান্ত এক শট।
ম্যাচ শুরুর পর নিজেদের ডি বক্সে বল ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি বার্সা ডিফেন্ডার জুলস কুন্ডে। সেখান থেকে বল পেয়ে ডামফ্রিস বল পেয়ে পাস দেন বক্সে। বার্সার তিন ডিফেন্ডারের সামনে আনমার্কড থুরাম গোল করেন দারুণ এক ব্যাক হিল ফ্লিকে। গড়েন চ্যাম্পিয়নস লিগ সেমির ইতিহাসের দ্রুততম গোলের রেকর্ড।
২০-তম মিনিটে আরও এক গোলে এগিয়ে যায় টানা তিন ম্যাচ হেরে আসা ইন্টার। কর্নার থেকে দারুণ এক বাইসাইকেল কিকে ব্যবধান দ্বিগুণ করেন ডামফ্রিস। দুই গোলে পিছিয়ে থাকলে টানা আক্রমণ করতে থাকে বার্সেলোনা। তেমনই এক আক্রমণ থেকে ২৪ মিনিটে ইন্টারের কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে প্রথম গোলটা করেন ইয়ামাল।
তার বাম পায়ের শট প্রথমে বারে লাগে, এরপর জালে জড়ায়। সেই গোল দিয়েই চ্যাম্পিয়নস লিগ সেমিতে সর্বকনিষ্ঠ গোলস্কোরার হলেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। ৩৮তম মিনিটে বার্সাকে সমতায় ফেরান তোরেস। ডি বক্সের বাইরে পেদ্রির ক্রস থেকে হেড করে ছয় গজ বক্সে তোরেসের কাছে পাঠান রাফিনিয়া। লক্ষ্যভেদ করতে ভুল হয়নি এই স্প্যানিশ ফরোয়ার্ডের।
দ্বিতীয়ার্ধেও ইন্টারকে চাপের মুখে রাখে বার্সা। টানা আক্রমণে ব্যতিব্যস্ত করে রাখে ইতালিয়ান ক্লাবটির ব্যাকলাইন। তবে সেই যাত্রায় গোলের দেখা পায় ইন্টার। কর্নার থেকে আবারও গোল করে ডামফ্রিস। তবে সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের। ৬৫ মিনিটে বক্সের বাইরে থেকে বাম পায়ের দারুণ এক শটে ক্রসবারে হিট করেন রাফিনিয়া, লাফিয়ে ওঠে মাটিতে পড়া গোলরক্ষক সোমারের পিঠে লেগে বল জড়ায় জালে। বার্সা ফেরে সমতায়।
৬ গোলের থ্রিলার আপাতত সমতায় শেষ। বাকিটা তোলা রইল ইন্টারের ঘরের মাঠ সান সিরোর দ্বিতীয় লেগের জন্য।
সারাবাংলা/জেটি