ভেঙেছেন মেসির রেকর্ড, অপেক্ষা রোনালদোকে ছোঁয়ার
১ মে ২০২৫ ১২:৩৪
বার্সেলোনার জার্সিতে অবিশ্বাস্য সব কীর্তিতে দারুণ সব রেকর্ড রেখে গেছেন লিওনেল মেসি। অনেক শিরোপা জয়, বার্সেলোনার অসংখ্য মোহনীয় সব মুহূর্তের স্বাক্ষী এই আর্জেন্টাইন কিংবদন্তি। বার্সেলোনায় তার এমন কিছু রেকর্ডও আছে, যা কারো পক্ষে ভেঙে দেয়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেই মেসিকে একটি রেকর্ডে এবার ছাপিয়ে গেলেন দলটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে সর্বোচ্চ বার্সার হয়ে সর্বোচ্চ গোলে অবদান রাখার রেকর্ড এখন তার।
বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে ৩-৩ গোলে ইন্টারের বিপক্ষে ড্র করেছে বার্সেলোনা। কিন্তু ২০ মিনিটের মধ্যেই দুই গোল হজম করে পিছিয়ে পড়ে কাতালান ক্লাবটি। লামিন ইয়ামাল চোখ ধাঁধানো গোলে প্রথমে ব্যবধান কমান। সমতায় ফেরানো গোলটা করেন ফেরান তোরেস। সেই গোলে অ্যাসিস্ট করেছেন রাফিনিয়া। পেদ্রির বাড়ানো ক্রস থেকে হেড করে বল পাঠান ইন্টারের বক্সে, সেখান থেকে ফাঁকায় বল পেয়ে দলকে সমতায় ফেরান তোরেস।
এ নিয়ে চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে ১২ গোল করা রাফিনিয়া অ্যাসিস্ট করলেন আটটি। সব মিলিয়ে তার অবদান ২০ গোলে। ২০১১-১২ মৌসুমে সর্বোচ্চ ১৯ গোলে অবদান রেখেছিলেন মেসি, যার ১৪টি করেন নিজে এবং অ্যাসিস্ট করেন পাঁচটিতে। মেসির পুরনো সেই রেকর্ড ভাঙলেন রাফিনিয়া।
অবশ্য চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলে অবদান রাখার রেকর্ডটা এখনও ক্রিশ্চিয়ানো রোনালদোর। ২০১৩-১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ২১ গোলে অবদান রাখেন এই পর্তুগীজ স্ট্রাইকার। আর একটি গোল কিংবা অ্যাসিস্ট করলেই তাকে ছুঁয়ে ফেলবেন রাফিনিয়া। এর সাথে আর একটি মাত্র অ্যাসিস্ট করতে পারলেই বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমের সর্বোচ্চ অ্যাসিস্ট করা ফুটবলারদের একজন হবেন তিনি।
১৯৯৯-২০০০ মৌসুমের ইউরোপ সেরার লড়াইয়ে কাতালানদের হয়ে সর্বোচ্চ নয়টি অ্যাসিস্ট করেন ক্লাবটির সবচেয়ে নিন্দিত ফুটবলার লুইস ফিগো।
সারাবাংলা/জেটি