Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেভিড বুনের ১৪ বছরের ক্যারিয়ার থামল বাংলাদেশে

স্পোর্টস ডেস্ক
১ মে ২০২৫ ১৩:৫৬

শেষ ম্যাচে ডেভিড বুনকে বিসিবির সম্মাননা, তুলে দিচ্ছেন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম

চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের পথচলা থামল ডেভিড বুনের। এর আগে টেস্ট শুরুর প্রথম দিন সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে বিশেষ সম্মাননা জানিয়েছে বিসিবি। সব মিলিয়ে ৮৭টি টেশট, ১৯০টি ওয়ানডে ও ১৯৯টি টি-টোয়েন্টি ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ম্যাচ রেফারির পাট চুকিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পরিচালক হিসেবে যোগ দিচ্ছেন বুন। এর আগে অস্ট্রেলিয়া জাতীয় দলের নির্বাচক প্যানেলেও ছিলেন ৬৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার। ম্যাচ রেফারি হিসেবে ক্যারিয়ার শুরু করার আগে তাসমানিয়া রাজ্য দলের প্রশাসনিক দায়িত্বও পালন করেছেন টানা ১২ বছর।

বিজ্ঞাপন

রেফারি হিসেবে শেষ ম্যাচে দায়িত্ব পালন শেষে আইসিসিকে দেখা সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা দারুণ একটা যাত্রা। সম্মানের সাথে ১৪ বছর এই দায়িত্বে ছিলাম। এই সুযোগটা পেয়ে আমি কৃতজ্ঞ। লম্বা এই সময়টায় কত স্মৃতি, কত বন্ধুত্ব হলো আমার।’

বুন আরও বলেন, ‘এই গ্রেট খেলাটার এত কাছাকাছি থাকতে পেরে নিজেকে ভাগ্যবানই মনে করছি। এত কাছ থেকে আন্তর্জাতিক ক্রিকেট দেখতে পারা দারুণ আনন্দের। আশা করছি, দুনিয়াব্যাপী ম্যাচে দায়িত্ব পালন করে কিছু হলেও অবদান রাখতে পেরেছি। আইসিসি আর ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

ক্রিকেটার হিসেবে ১২ বছর ছিলেন আন্তর্জাতিক অঙ্গনে। চারটা অ্যাশেজ জিতেছেন, ১৯৮৭ সালে অজিদের বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন তিনি। সেই বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৭৫ রানের ইনিংস খেলেন বুন। ১০৭ টেস্টে ২১ সেঞ্চুরিতে তার রান ৭৪২২। ১৮১ ওয়ানডে খেলে করেছেন ৫৯৬৪ রান, সেঞ্চুরি আছে পাঁচটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

আইসিসি জিম্বাবুয়ের বাংলাদেশ সফর ডেভিড বুন বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর