ঢাকা: দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং দিনের বাকি সময়ও অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
দক্ষিণাঞ্চল— বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহারেও একই প্রবণতা দেখা যেতে পারে।
বিভাগভিত্তিক পূর্বাভাস
সিলেট ও ময়মনসিংহ বিভাগ: সারাদিন একাধিক দফায় বৃষ্টি, বিশেষ করে উত্তরাঞ্চলে ভারি বর্ষণের সম্ভাবনা। ময়মনসিংহ ও নেত্রকোনায় সকালে বেশি বৃষ্টি এবং সকল জেলায় বজ্রপাতের ঝুঁকি রয়েছে।
বরিশাল বিভাগ: পটুয়াখালী, বরিশাল ও ঝালকাঠিতে সকালেই ভারি বৃষ্টি; অন্যান্য জেলায় দুপুর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি।
চট্টগ্রাম বিভাগ: ফেনী, নোয়াখালী, কুমিল্লা দক্ষিণ, চাঁদপুর ও লক্ষ্মীপুরে সকাল ১০টার পর মাঝারি বৃষ্টি; পার্বত্য ও উপকূলীয় জেলায় দুপুর থেকে রাত পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা।
রাজশাহী বিভাগ: নাটোরে বৃষ্টি চলছে; সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জে বৃষ্টি, পরে অন্যান্য জেলায়ও হতে পারে।
খুলনা বিভাগ: সকাল ১১টার পর থেকে রাত পর্যন্ত অধিকাংশ জেলায় বৃষ্টি; সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যশোর ও ঝিনাইদহে ভারি বর্ষণ হতে পারে।
রংপুর বিভাগ: সকাল থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামে বৃষ্টি; দুপুরের পর অন্যান্য জেলায়।
ঢাকা বিভাগ: দুপুরের পর থেকে রাত পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি।
সমুদ্র ও নদীবন্দরের সতর্কতা
লঘুচাপের প্রভাবে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এ অবস্থায় নদী ও সমুদ্রপথে চলাচলে সতর্কতা অবলম্বন এবং প্রয়োজন ছাড়া নৌ যান না চালানোর পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।