Tuesday 09 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকসুর ভোটের দিনে ঢাকায় বৃষ্টির আভাস

স্টাফ করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩০ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৭

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের দিন রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

দেশের অন্যান্য অঞ্চলেও মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু জেলায় প্রবল বর্ষণ হতে পারে। চট্টগ্রাম বিভাগেও দুপুর থেকে রাত পর্যন্ত বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের আগেই রংপুর বিভাগের সব জেলায় এবং ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলা, সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় প্রবল বর্ষণ হতে পারে। বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় বেশি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

ময়মনসিংহ বিভাগের সীমান্তবর্তী এলাকা— নেত্রকোনা ও শেরপুরে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজারেও দুপুরের পর বৃষ্টিপাত হতে পারে, আর রাত থেকে বিচ্ছিন্নভাবে সিলেট অঞ্চলে বৃষ্টি চলবে।

চট্টগ্রাম বিভাগে দুপুর ১২টার পর থেকে রাত পর্যন্ত বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে বৃষ্টি নামতে পারে।

রাজশাহী বিভাগে বৃষ্টির সম্ভাবনা কম হলেও জয়পুরহাট, নওগাঁ ও বগুড়ার কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বরিশাল বিভাগের উপকূলীয় জেলা— বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলায় দুপুরের পর বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

খুলনা বিভাগে দুপুর ৩টার পর থেকে রাত পর্যন্ত কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।

বাংলাদেশের পাশাপাশি ভারতের উত্তর-পূর্বাঞ্চলেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আজ দুপুর পর্যন্ত মাঝারি থেকে ভারি বৃষ্টি চলতে পারে। রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এসব জেলায় আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপরদিকে ত্রিপুরা রাজ্যের সব জেলায় দুপুরের পর থেকে রাত পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে। ফলে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।

সারাবাংলা/এফএন/এমপি

আবহাওয়া অধিদফতর পূর্বাভাস বৃষ্টি

বিজ্ঞাপন

নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০২

আরো

সম্পর্কিত খবর