ঢাকা: রাজধানী ঢাকার বায়ুর মানে সামান্য উন্নতি হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪২ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার)-এর সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, ঢাকার দূষণ স্কোর দাঁড়িয়েছে ৬৪, যা মাঝারি বা গ্রহণযোগ্য মানের মধ্যে পড়ে।
অন্যদিকে, বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় শীর্ষে উঠে এসেছে আফ্রিকার দেশ কঙ্গোর রাজধানী কিনশাসা, যেখানে দূষণ স্কোর ১৫৯। এটি অস্বাস্থ্যকর পর্যায় হিসেবে বিবেচিত। দ্বিতীয় স্থানে রয়েছে ফিলিপাইনের ম্যানিলা যার স্কোর ১৫৭।
তৃতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর, যেখানে দূষণ স্কোর ১৩৪। এ স্তরের বাতাসকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলা হয়।
বিশেষজ্ঞদের মতে, মৌসুমি প্রভাব এবং সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাতের কারণে ঢাকার বায়ুর মানে উন্নতি দেখা দিয়েছে। তবে শুষ্ক মৌসুমে পরিস্থিতি আবারও খারাপ হতে পারে।
পরিবেশবিদরা সতর্ক করেছেন, কেবল সাময়িক বৃষ্টিপাত বা আবহাওয়ার কারণে নয়, টেকসই পরিকল্পনার মাধ্যমেই বায়ুদূষণ নিয়ন্ত্রণে আনা সম্ভব। এ জন্য শিল্পকারখানার নির্গমন নিয়ন্ত্রণ, যানবাহনের ধোঁয়া কমানো এবং নির্মাণসামগ্রী ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।