ঢাকা: দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আবারও বয়ে যেতে পারে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার সই করা সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব ও পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সকালে আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এতে এসব অঞ্চলের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে দেশের অন্যান্য অঞ্চলে ১-২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, উপকূলীয় অঞ্চলে সক্রিয় মৌসুমি প্রভাব থাকায় সামুদ্রিক ও নৌ চলাচলে সতর্কতা অবলম্বন করা উচিত। নৌযান ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
সাধারণ জনগণকে অপ্রয়োজনে বাইরে না বের হওয়া, বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকা এবং ঝড়ো বাতাস শুরু হলে উন্মুক্ত স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।
এদিকে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, তারা ইতোমধ্যে উপকূলীয় অঞ্চলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি জোরদার করেছে, যাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানো যায়।