Friday 28 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৫ ১০:২৪

ঢাকা: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলংকা উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’-এ পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তি-৩ এ জানানো হয়, দুপুর ১২টায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ২০৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। একই সময়ে কক্সবাজার বন্দর থেকে ১৯৮০ কিলোমিটার, মোংলা থেকে ১৯৪০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৯৩৫ কিলোমিটার দূরে ছিল ঘূর্ণিঝড়ের কেন্দ্র।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়ের নিকটবর্তী সাগর এলাকায় উচ্চ ঢেউসহ সাগর খুবই উত্তাল।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং প্রয়োজন অনুযায়ী নতুন নির্দেশনা দেওয়া হবে।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর