ঢাকা: আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চলতি ডিসেম্বরে দেশে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম থাকলেও তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে আবহাওয়া অধিদফতরের এক মাস মেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বর মাসে দেশের বিভিন্ন অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। মাসের মাঝামাঝি সময়ে পশ্চিম ও উত্তরাঞ্চলে ৮-১০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৬-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ডিসেম্বরে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সময় দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এছাড়া দেশের নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে। দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া বিশেষজ্ঞরা সাধারণ মানুষকে অপ্রত্যাশিত শৈত্যপ্রবাহ ও কুয়াশার কারণে সড়ক ও যাতায়াত সংক্রান্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।