Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১১:০১

ছবি: সারাবাংলা

ঢাকা: জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত নগরায়ণের কারণে দিন দিন বাড়ছে বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণ। বহুদিন ধরেই দূষিত বাতাসে শ্বাস নিচ্ছে মেগাসিটি ঢাকা। সাম্প্রতিক বৃষ্টিতে পরিস্থিতি কিছুটা উন্নত হলেও আজকের বায়ুমান আবারও ‘অস্বাস্থ্যকর’ অবস্থানে রয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৯টার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার জানায়—২৪৯ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে রয়েছে ভারতের কলকাতা, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। এর ঠিক নিচেই ২৪৮ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর, আর ১৯৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ রাজধানী ঢাকা। ঢাকার এই স্কোর ‘অস্বাস্থ্যকর’ স্তরে পড়ে।

বিজ্ঞাপন

আইকিউএয়ারের মানদণ্ডে— ০–৫০: ভালো, ৫১–১০০: মাঝারি, ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০: অস্বাস্থ্যকর, ২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর, ৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ।

বিশেষজ্ঞরা জানান, বস্তুকণা (PM₂.₅, PM₁₀), নাইট্রোজেন ডাই–অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই–অক্সাইড ও ওজোনের মাত্রা বাড়ার কারণে বায়ুমান দ্রুত অবনতির দিকে যায়। এতে সব বয়সী মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, বিশেষত শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা নারীদের জন্য ঝুঁকি বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানায়, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে। এর মধ্যে বেশি মৃত্যু দেখা যায় স্ট্রোক, হৃদরোগ, শ্বাসযন্ত্রের সংক্রমণ, ফুসফুসের ক্যানসার ও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে আক্রান্তদের মধ্যে।

পরিবেশ বিশেষজ্ঞরা বায়ুদূষণের এই মাত্রাকে উদ্বেগজনক উল্লেখ করে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ, শিল্প–কারখানার নিঃসরণ নিয়ন্ত্রণ, সবুজায়ন ও গণপরিবহনে উন্নতির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর