Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াশায় ঢাকা রাজধানী, সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ১০:১৫ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ১১:৫৮

বেড়েছে শীতের তীব্রতা। ছবি: সারাবাংলা

ঢাকা: রোববার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানী। বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি। কনকনে শীতের সঙ্গে কুয়াশার দাপটে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ, যা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। গতকাল শনিবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.০ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশা কেটে গেলে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৫ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে। তীব্র কুয়াশার কারণে সকালে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েক দিন শীতের এই তীব্রতা ও কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর