Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের পাঁচ বিভাগে তাপমাত্রা ৬ ডিগ্রিতে নামার পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ১৯:১০ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৬ ২১:৫২

ঢাকার শীত। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের পাঁচ বিভাগে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, বুধবার (৭ জানুয়ারি) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহের তীব্রতা বাড়তে পারে। বিশেষ করে বুধবার সকাল ৬টার দিকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

কুয়াশার পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহের চিত্র বিশ্লেষণে দেখা গেছে, ফেনী, সিলেট ও সুনামগঞ্জ ছাড়া দেশের বাকি ৬১টি জেলার ওপর কুয়াশার উপস্থিতি রয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগ বাদে দেশের অন্য ছয় বিভাগের জেলাগুলো মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে যেতে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বুধবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জেলায় দুপুর ১২টার আগে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। অন্য বিভাগগুলোতে সকাল ১০টার পর থেকে দুপুরের মধ্যে সূর্যের দেখা মিলতে পারে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চলতি জানুয়ারি মাসে দেশের ওপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং কোথাও কোথাও তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, সোমবার (৫ জানুয়ারি) রাত থেকেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং জানুয়ারি মাসে এক থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর