Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ৪ দিন অব্যাহত থাকতে পারে শৈত্যপ্রবাহ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৬ ১০:৩১ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৬ ১১:৩৯

ঘন কুয়াশায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা শ্রমজীবীদের। ছবি: সারাবাংলা

ঢাকা : দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আগামী চার দিনও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময় সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলা এবং রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন

এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (৯ জানুয়ারি) ও শনিবার (১০ জানুয়ারি) একই ধরনের আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। শুক্রবার রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং শনিবার তা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে উভয় দিনই মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়ার আশঙ্কা থাকবে।

রোববার (১১ জানুয়ারি) রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিনও সারা দেশে শুষ্ক আবহাওয়ার পাশাপাশি কুয়াশা পড়তে পারে।

এদিকে কুয়াশার কারণে সড়ক, নৌ ও আকাশপথে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর