Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার আকাশে আংশিক মেঘ, তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্ভাবাস

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ১০:২১

প্রকৃতিতে শীতের আমেজ। ছবি: সংগৃহীত

ঢাকা: আজ রাজধানীর আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮১ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে।

সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। তবে পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারীর ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর