Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হঠাৎ গরম দিন


১৬ নভেম্বর ২০১৮ ১০:৪০

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

অগ্রহায়ণ মাস তো শুরু হয়ে গেল। এখন আনুষ্ঠানিকভাবেই শুরু হতে পারে পিঠা পুলির উৎসব। এমনকি নাগরিক বাতাসও ভরে উঠেছে চালের গুড়ির মিষ্টি গন্ধে, মাটির সানকির ঘ্রাণ মৌ মৌ করে, আর গুড়ের মিষ্টি কিছুটা ছড়িয়ে পরে বাতাসেও, শিশির ভেজা সেই বাতাস গন্ধটা ধরে রাখে বহুক্ষণ।

এরকম আরামের দিনে আতর্কিক আজ কেন যেন গরমের হামলার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। কেন হলো এর কোনো ব্যাখ্যা নেই, কারণ গাজাও ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত হেনেছে।

আজকে সারাদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসই। এই উলটা পুরান দেখে শুরুতেই রাগ লাগার কথা, কই আজ একটু ছুটির দিনে আরাম করে শীত মাখা হবে না তিনি যাই যাই করছে। মানে হয় কোনো?

তবে ভোগান্তির এখানেই শেষ কই? আকাশে নেই এক ছিটে মেঘ, তার মধ্যে আর্দ্রতাও ভীষণ কম। এখন তো আজকের দিনে বড় সংকট হয়ে দাঁড়াবে ময়েশ্চারাইজার মাখতে হবে না সানস্ক্রিন?

গরম ভোগালেও কুয়াশা অবশ্য নিজের কাজ ঠিকঠাক করে যাবে। এই কুয়াশার ভরসাতেই আজ কাটিয়ে দেওয়া যায় দারুন একটা দিন।

ভালো যাক দিনটি।

সারাবাংলা/এমএ/এমএইচ

আবহাওয়া আর্দ্রতা গরম দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর