Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মনসুন রেভ্যুলেশন নিয়ে শিল্পকলায় ‘আর কত দিন’ ও ‘অগ্নিশ্রাবণ’

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
২৬ জুন ২০২৫ ১৭:৪৪

মনসুন রেভ্যুলেশনের স্পিরিটকে উপজীব্য করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুক্রবার (২৭ জুন) উদ্বোধনী মঞ্চায়ন হবে নাটক ‘আর কত দিন’ এবং ‘অগ্নি শ্রাবণ’।

সন্ধ্যা ৭ টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে নাটক ‘আর কত দিন’। কথাসাহিত্যিক জহির রায়হান-এর বিখ্যাত উপন্যাস ‘আর কত দিন’ অবলম্বনে ‘অন্তর্যাত্রা’র নতুন এই প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন খন্দকার রাকিবুল হক।

একই সময়ে একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়ন হবে নাটক ‘অগ্নিশ্রাবণ’। ভৈরবী গীতরঙ্গ দলের নতুন নাট্য প্রযোজনা ‘অগ্নিশ্রাবণ’ নাটকটি রচনা ও নির্দেশনায় রয়েছেন ইলিয়াস নবী ফয়সাল।

বিজ্ঞাপন

দুটি নাট্য প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সারাবাংলা/এএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর