Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক মঞ্চে শিরোপা অর্জন করলেন জেরিন মাহমুদ

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
২৬ জুন ২০২৫ ১৮:৪৬

আন্তর্জাতিক মঞ্চে মিস গ্লোবাল ওয়ার্ল্ড ইউনিভার্সাল ২০২৫–২০২৬ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শিরোপা অর্জন করেছেন বাংলাদেশি-কানাডিয়ান জেরিন মাহমুদ। থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত এই আয়োজনে হাজারো প্রতিযোগীর মধ্য থেকে উঠে এসে এই শিরোপা অর্জন- যা কেবল তার ব্যক্তিগত জয় নয়, বরং নারী সমাজের শক্তি ও সম্ভাবনার এক জ্বলন্ত উদাহরণ।

এর আগে তিনি মিস আমেরিকা ওয়ার্ল্ড ২০২৪-এর খেতাব অর্জন করেন এবং মিস কানাডা ওয়ার্ল্ড ২০২৪-এ প্রথম রানার আপ হন।

পেশাগতভাবে জেরিন একজন সফল আইটি প্রজেক্ট ম্যানেজার ও সিনিয়র বিজনেস অ্যানালিস্ট হিসেবে কানাডার একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

বিজ্ঞাপন

ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক শেষ করে ২০১৭ সালে মাস্টার্স ডিগ্রি অর্জনের লক্ষ্যে জেরিন পাড়ি জমান কানাডার অটোয়ায়। টেকনোলজি ইনোভেশন ম্যানেজমেন্টে ভর্তি হন কার্লটন বিশ্ববিদ্যালয়ে। আর সেখান থেকেই শুরু হয় তার স্বপ্নের নতুন অধ্যায়।

সারাবাংলা/এএসজি

জেরিন মাহমুদ মিস গ্লোবাল ওয়ার্ল্ড ইউনিভার্সাল