Friday 07 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কনে সাজে দীঘি: ফটোশুট নাকি বাস্তবের ইঙ্গিত?

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৩০ জুন ২০২৫ ১৩:২৬

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি যেন প্রতিবারই নতুন রূপে দর্শকদের চমকে দিতে জানেন। কখনও আধুনিক পোশাকে, কখনও ঐতিহ্যবাহী সাজে—দীঘির স্টাইল স্টেটমেন্ট যেন ভক্তদের চোখে সব সময়ই অনন্য। তবে এবার একেবারে কনে রূপে ধরা দিয়ে সত্যিই যেন ভক্তদের হৃদয়ে ধাক্কা দিলেন এই অভিনেত্রী। অনেকেই ভাবতে বাধ্য হয়েছেন—তবে কি দীঘি সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন?

সম্প্রতি সামাজিক মাধ্যমে দীঘি যে ছবিগুলো পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে তাকে এক ঝলমলে বেনারসি ঘরানার লেহেঙ্গা ও ভারী গহনায় সজ্জিত কনে সাজে। মাথায় টিকলি, কপালে ছোট্ট লাল টিপ, গলায় ও কানে সুবিশাল গহনা, হাতে চুড়ি—সবকিছুর সঙ্গে মানানসই বোল্ড মেকআপ। ছবির ব্যাকগ্রাউন্ডে ঝুলন্ত আলোর নরম আলোতে দীঘির সৌন্দর্য যেন আরও ফুটে উঠেছে।

বিজ্ঞাপন

নেটিজেনদের অনেকেই মন্তব্য করেছেন— ‘এ যেন কোনো বাস্তব রাজকন্যার রূপ!’ আবার কেউ লিখেছেন, ‘এই রূপে বাস্তবেও বিয়ের কনে হিসেবে দেখতে চাই দীঘিকে।‘ তবে বিষয়টি ছিল কেবলমাত্র একটি প্রফেশনাল ফটোশুট। বিয়ের কোনো প্রস্তুতি বা পরিকল্পনার ইঙ্গিত দেননি দীঘি নিজে।

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছেন দীঘি। তিনি বরাবরই ফ্যাশন ও ফটোগ্রাফির প্রতি আগ্রহী এবং নিজের লুক নিয়েও ভীষণ সচেতন। তবে এবারের লুক যেন একটু বেশিই মন কাড়লো দর্শকদের।

দীঘির আলোচনায় আসার মূল কারণ অবশ্যই তার অভিনয়। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসা দীঘি এখন পূর্ণাঙ্গ নায়িকা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জংলি’-তে অভিনেতা সিয়াম আহমেদের বিপরীতে দেখা গেছে তাকে। চলচ্চিত্রটি ঈদে মুক্তি পেয়ে ভালো আলোচনায় আসে। সামনে আরও বেশ কিছু প্রজেক্টে দেখা যাবে এই অভিনেত্রীক

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

বিএনপির ৩ নেতার পদ স্থগিত
৭ নভেম্বর ২০২৫ ২৩:১২

মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
৭ নভেম্বর ২০২৫ ২৩:০৪

আরো