Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কণার গানের মডেল হলেন কলকাতার অলিভিয়া

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১ জুলাই ২০২৫ ১০:০১

বাংলাদেশি গানের মঞ্চে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। ‘দুষ্টু কোকিল’খ্যাত এই শিল্পী এবার নিয়ে এসেছেন তার নতুন গান ‘সোনা জান’, যার কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর ও সংগীত পরিচালনায় রয়েছেন আদীব কবির। তবে এই গানে আরও একটি আকর্ষণীয় চমক— প্রথমবারের মতো বাংলাদেশের মিউজিক ভিডিওতে অভিনয় করলেন কলকাতার অভিনেত্রী অলিভিয়া সরকার।

গানটির ভিডিও পরিচালনা করেছেন মোহন ইসলাম। আর মডেল হিসেবে অলিভিয়ার সঙ্গে দেখা যাবে অভিনেতা অমিত পাল-কে। বাংলাদেশি দর্শকদের জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে, কারণ এই ভিডিওর মাধ্যমে দুই বাংলার শিল্পীর মেলবন্ধন ঘটছে।

বিজ্ঞাপন
কলকাতার অভিনেত্রী অলিভিয়া সরকার

কলকাতার অভিনেত্রী অলিভিয়া সরকার

অলিভিয়া সরকার বলেন, ‘খুব ভালোবাসা আর সম্মান পেয়েছি। কাজ করার পাশাপাশি মানসিক শান্তিরও প্রয়োজন, যেটা পরিবেশ ভালো না থাকলে সম্ভব নয়। এই কাজটা করে, সত্যিই খুব ভালো লেগেছে।’

গানটি মুক্তি পাবে কে এম মিউজিক-এর ব্যানারে এবং শিগগিরই এটি প্রকাশিত হবে বলে জানা গেছে।

কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা

কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা

অলিভিয়ার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ দিয়ে। এরপর টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি ধীরে ধীরে গড়ে তোলেন নিজের পরিচিতি। পরবর্তীতে ওয়েব সিরিজ, সিনেমা এমনকি বলিউডের বিভিন্ন প্রজেক্টেও নিজেকে মেলে ধরেন। তার আসন্ন সিনেমা ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ ইতোমধ্যেই আলোচনায় এসেছে।

বাংলাদেশি গানে কলকাতার অলিভিয়ার আগমন কেবল দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও নয়, দুই বাংলার সাংস্কৃতিক সেতুবন্ধনেরও একটি উদাহরণ। শ্রোতা-দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে এক নতুন মাত্রার বিনোদন।

সারাবাংলা/এফএন/এএসজি

অভিনেত্রী অলিভিয়া সরকার কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর