ভালো গল্পের তিন ঈদ নাটক
২ জুলাই ২০১৮ ১৪:৩৯
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
প্রতি ঈদেই অসংখ্য নাটক প্রচার হয় টিভি চ্যানেলগুলোতে। টিভিতে প্রচার হওয়ার পর নাটকগুলো প্রকাশ পায় ইউটিউবে। বর্তমান সময়ে অনলাইনে নাটকের দর্শক সংখ্যা দিন দিন বাড়ছে। দর্শকরা ইউটিউবে নাটক দেখছেন; লাইক, কমেন্ট দিয়ে জানাচ্ছেন তাদের প্রতিক্রিয়া। সে রকমই ভালো লাগার মতো একটি নাটক ‘ছুটি’।
একজন পুলিশ সদস্যের জীবন নিয়ে এর গল্প। তাদের জীবন কতটা বিপদসংকুল, কতটা ত্যাগের, সেটাই দেখানো হয়েছে এই নাটকে।
https://www.youtube.com/watch?v=xK1GrbgY3qM
ইমরাউল রাফাতের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ ও নাজিয়া হক অর্ষাসহ অনেকে। সবার সুন্দর অভিনয় এবং পরিচালকের মুন্সিয়ানায় গল্পটি হয়ে উঠেছে বাংলাদেশের অসংখ্য পুলিশ সদস্যের জীবনের গল্প।
ভিন্ন গল্প বলেই যে নাটকও ভালো হবে এমন নয়। গতানুগতিক প্রেমের গল্পও দর্শকপ্রিয়তা পায়। মূলত প্রেমের নাটকই দর্শকরা বেশি পছন্দ করেন। তেমন একটি নাটক ‘হ্যালো ৯১১ লাভ ইমার্জেন্সী’।
একটি এফএম রেডিও স্টেশনের সিইও জেরিন। তিনি আবার আরজে। স্বভাবে কিছুটা রাগী এবং ক্ষ্যাপাটে। ‘হ্যালো ৯১১ লাভ ইমার্জেন্সী’ নামের একটি শোতে ভালোবাসার সম্পর্কের ইমার্জেন্সি সমস্যার সমাধান দেন। ইরফান নামে এক শ্রোতা জেরিনের দেয়া পরামর্শগুলোর বিপক্ষে মন্তব্য করেন। এই শ্রোতাকে শিক্ষা দিতে জেরিন তাকে তার শোতে আমন্ত্রণ জানান।
মারুফ রেহমানের রচনায় এমনই এক নাটকের পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে অভিনয় করেছেন পূর্ণিমা, ইরফান সাজ্জাদসহ অনেকে।
একটি কোম্পানির অ্যাসিস্টেন্ট ব্র্যান্ড এক্সিকিউটিভ সোফিয়া। ব্যাক্তিজীবনে বেশ স্বার্থকেন্দ্রিক সুবিধাবাদী আর ধূর্ত। মিষ্টি কথা আর তোষামোদি আচরণ দিয়ে নিজের স্বার্থটা উদ্ধার করে নেয়। তবে অফিসের বস হুট করে পরিবর্তন হবার পর সোফিয়াও বদলে গেল। হঠাৎ করেই সে টের পেলো কত বড় ভুলের ভেতর ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সে। সোফিয়া কি ফিরতে পারবে?
তৌসিফ মাহবুব ও শবনম ফারিয়ার অভিনয়ে ঈদের বিশেষ নাটক ‘একদিন সোফিয়া’ নজর কেড়েছে দর্শকদের। শিহাব শাহীনের পরিচালনায় এই নাটকটি ইতিমধ্যে বেশ আলোচিত হয়েছে দর্শকদের কাছে।
ওপরের তিনটি নাটকই দেখা যাচ্ছে র্যাবিটহোলবিডি এন্টারটেইনমেন্ট–এর ইউটিউব চ্যানেলে।
সারাবাংলা/পিএ/টিএস