Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সোনা জান’ নিয়ে রোমান্টিক ধামাকা কনার

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৪ জুলাই ২০২৫ ১৪:১২

ঈদের আগে ‘কন্যা’ দিয়ে শ্রোতাদের হৃদয় ছুঁয়েছিলেন দিলশাদ নাহার কনা। সেই সাফল্যের রেশ না কাটতেই কনা ফিরলেন আরও এক নতুন চমক নিয়ে। তার নতুন গান ‘সোনা জান’ ইতোমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে, আর এরই মধ্যে ভক্তদের ভালোবাসা কুড়াচ্ছে।

এই গানেও রয়েছে সেই পুরোনো মেলোডির আধুনিক ছোঁয়া। গানের কথা লিখেছেন পরিচিত গীতিকবি রবিউল ইসলাম জীবন এবং সুর-সংগীতে আছেন আদিব কবির। ‘কন্যা’ গানের মতোই ‘সোনা জান’-এও কনার কণ্ঠে আছে আবেগ, কোমলতা এবং ভালোবাসার সুর।

গানটির ভিডিওটিও আলাদা করে প্রশংসা পাচ্ছে। রোমান্টিক গল্পে সাজানো ভিডিওতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় দুই মুখ— অলিভিয়া সরকার এবং অমিত পাল। অলিভিয়া স্টার জলসার পরিচিত মুখ, যিনি এর আগেও কয়েকটি সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করে দুই বাংলায় পরিচিতি পেয়েছেন।

বিজ্ঞাপন

নান্দনিক লোকেশন, নরম আলো আর সুনির্মিত কোরিওগ্রাফিতে গানটির ভিডিও পরিচালনা করেছেন মোহন ইসলাম, কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল। প্রযোজনায় ছিলেন মাহামুদুল হাসান শোভন।

প্রযোজক শোভন বলেন, “কনা আপু আমার ভীষণ প্রিয় শিল্পী। রবিউল ভাই আর আদিব ভাইয়ের সঙ্গে কাজ করাও ছিল দারুণ অভিজ্ঞতা। গানটি দু’বাংলার শ্রোতাদের মাথায় রেখেই বানানো হয়েছে। আমরা বিশ্বাস করি, ‘সোনা জান’ ভালোবাসা পাবে।”

‘সোনা জান’ এখন দেখা যাচ্ছে কেএম মিউজিকের ইউটিউব চ্যানেলে। প্রেমের অনুভব, রোমান্টিক মেজাজ আর কনার সুরেলা কণ্ঠে গানটি হয়ে উঠতে পারে এই ঈদ-পরবর্তী সময়ের নতুন অডিও ভিজ্যুয়াল প্রিয়তা।

সারাবাংলা/এফএন/এএসজি

দিলশাদ নাহার কনা সোনা জান