Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিভি থেকে টালিউডে তানজিন তিশা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৬ জুলাই ২০২৫ ১৬:২৬

ছোট পর্দার মোহময়ী মুখ তানজিন তিশা এবার পা রাখছেন বড় পর্দায়—তাও আবার সরাসরি আন্তর্জাতিক প্রযোজনার সিনেমায়! ‘ভালোবাসার মরসুম’ নামের একটি রোমান্টিক ঘরানার টালিউড সিনেমার মাধ্যমে শুরু হচ্ছে তার চলচ্চিত্র-অভিযাত্রা। প্রথম সিনেমাতেই বলিউডের জনপ্রিয় অভিনেতা শারমন যোশির বিপরীতে অভিনয় করছেন তিশা, যার খবরেই ইতোমধ্যে বিনোদন অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে।

‘ভালোবাসার মরসুম’ সিনেমাটি নির্মাণ করছেন এমএন রাজ—যিনি এর আগে সুপারস্টার জিৎ-এর ‘রাবণ’ পরিচালনা করে প্রশংসিত হয়েছিলেন। এই ছবিতে তানজিন তিশাকে দেখা যাবে ‘হিয়া’ চরিত্রে, যিনি একজন কলেজছাত্রী। বিপরীতে শারমন যোশি ‘প্রফেসর আবির’ চরিত্রে হাজির হবেন। শুধু তিশা-শারমন নন, এই সিনেমায় আরও রয়েছেন বাংলাদেশের অভিনেতা খায়রুল বাসার ও টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়, যিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন।

বিজ্ঞাপন

তিশা এর আগে বাংলাদেশে বহু নাটক, মিউজিক ভিডিও ও ওয়েব সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে বড় পর্দায় কাজ করা ছিল বহুদিনের স্বপ্ন। যদিও এখনো তিনি এ বিষয়ে সরাসরি মন্তব্য করেননি, তবে সহশিল্পী খায়রুল বাসার বলেছেন, “সব অভিনেতারই বড় পর্দায় কাজের স্বপ্ন থাকে। চিত্রনাট্য পড়ে মনে হয়েছে এটি টালিউডে অভিষেকের জন্য দারুণ একটি কাজ হতে যাচ্ছে।”

সিনেমাটির শুটিং শুরু হবে সেপ্টেম্বরের শুরুতে। ছবির বেশিরভাগ অংশ ধারণ করা হবে দার্জিলিংয়ের মনোরম প্রাকৃতিক পরিবেশে, আর কিছু অংশ ধারণ করা হবে ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরে।

‘ভালোবাসার মরসুম’ প্রযোজনা করছে তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান- মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, সিনেমাটি ২০২৬ সালের সরস্বতী পূজায় মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশি শিল্পীদের আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার ধারা দিনে দিনে বাড়ছে। এই প্রবণতায় নতুন মাত্রা যোগ করলেন তানজিন তিশা। তার এই পথচলা শুধু ক্যারিয়ারে নয়, দেশের বিনোদন শিল্পের গর্বের একটি অংশও হতে পারে।

সারাবাংলা/এফএন/এএসজি

টালিউড টিভি তানজিন তিশা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর