Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাকি জীবন রাস্তায় ট্যাক্সি চালিয়ে কাটাতে চান ‘পুষ্পা টু’ অভিনেতা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৬ জুলাই ২০২৫ ১৭:০৭

তিনি ‘ভোঁওর সিংহ শেখাওয়াত’। পুষ্পার শত্রু, অথচ দর্শকের ভালোবাসার পাত্র। কিন্তু বাস্তব জীবনে ফাহাদ ফাসিল একেবারেই আলাদা। রঙিন স্পটলাইটের বাইরে একান্ত নিজের মতো করেই জীবন কাটানোর স্বপ্ন দেখেন তিনি। আর এবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ইঙ্গিত দিলেন খোদ অভিনেতা— জানালেন, অভিনয় ছাড়বেন, আর বাকি জীবন ট্যাক্সি চালিয়েই কাটাবেন স্পেনের বার্সেলোনায়!

অনেকেই হয়তো ভাবছেন, এটা কি কোনো সিনেমার প্রচারণা? নাকি মিডিয়া স্টান্ট? না, এটা একেবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত। ফাহাদ বলেন: “এটা কেবল গাড়ি চালানো নয়, বরং কী করলে আমি তৃপ্ত বোধ করি, সেটা খুঁজে নেওয়া। কাউকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার মধ্যে যে মানসিক শান্তি আছে, তা ভাষায় বোঝানো যায় না।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, স্ত্রী নাজরিয়া নাজিম তার এই পরিকল্পনায় সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন- “ও বলেছে, আমি যদি এতে খুশি থাকি, তাহলে এটা ঠিক সিদ্ধান্ত।”

‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুন আর রাশমিকার মাঝেও খলনায়ক হিসেবে দারুণ আলো কাড়েন ফাহাদ। তার চরিত্র ‘ভোঁওর সিংহ শেখাওয়াত’-এর প্রত্যাবর্তন নিয়ে দর্শকের উত্তেজনার অন্ত ছিল না। তবে তার ক্যারিয়ার কেবল ‘পুষ্পা’তে সীমাবদ্ধ নয়— ‘কুম্বলঙ্গি নাইটস’, ‘মালিক’, ‘জোজি’, ‘সুপার ডিলাক্স’, ‘ট্রান্স’, ‘আবেশম’—প্রত্যেকটি চলচ্চিত্রে তিনি নিজের অভিনয় দক্ষতার অনন্য ছাপ রেখেছেন।

ফাহাদ ফাসিল

ফাহাদ ফাসিল

অভিনেতা জানালেন, অভিনয় ছেড়ে তিনি বার্সেলোনায় চলে যাবেন এবং সেখানেই একজন প্রফেশনাল ক্যাব চালক হিসেবে জীবনযাপন করবেন। তার এই ভাবনার সঙ্গে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন ইরানি পরিচালক জাফর পানাহির ‘ট্যাক্সি’ সিনেমার। যেখানে বিভিন্ন যাত্রী আর তাদের গল্পের মধ্য দিয়ে এক মানবিক বাস্তবতার চিত্র ফুটে উঠেছিল।

ফাহাদ ফাসিল বরাবরই সিনেমায় সাহসী চরিত্র ও ব্যতিক্রমী গল্পের পাশে থেকেছেন। এবার হয়তো তিনি নিজেই হয়ে উঠছেন এক গল্প—এক এমন মানুষ, যে তার খ্যাতি, আয়, চেনা-জানা গণ্ডি ছাপিয়ে নিজেকে ‘চেনা’র চেষ্টা করছেন।

বিশ্ব যখন সফলতার সংজ্ঞা হিসেবে বিলাস, যশ ও খ্যাতিকে ধরে নেয়, ফাহাদ ফাসিল হয়তো বলছেন ঠিক উল্টোটা—“আপনি কী করেন সেটা নয়, আপনি কেন করেন—সেটাই আসল কথা।”

সারাবাংলা/এফএন/এএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর