‘ধড়ক ২’ মুক্তির আগেই আলোচনায় পরিচালক করণ জোহর। তবে এবার ছবির কারণে নয়, নিজের শৈশবের এক কঠিন অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেই সবার মন ছুঁয়েছেন তিনি।
সম্প্রতি জয় শেঠির সঙ্গে একান্ত আলাপচারিতায় করণ জানান, ছোটবেলা থেকেই তিনি নিজেকে অন্যদের চেয়ে আলাদা মনে করতেন। তার আচরণ, শখ, এমনকি হাঁটার ভঙ্গিও ‘মেয়েলি’ বলে অনেকের কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে।
“আমি শুধু খেলতে চেয়েছিলাম। দলভুক্ত হতে চেয়েছিলাম। কিন্তু কেউ আমাকে নেয়নি। কারণ, আমি নাকি ছেলে নই,” — কষ্টে গলা ধরে আসা কণ্ঠে বলেন করণ জোহর।
তিনি আরও বলেন, “আমি আমার বয়সী ছেলেদের থেকে নিজেকে আলাদা অনুভব করতাম। আমাকে বলা হতো, আমি বেশি মেয়েলি। মেয়েদের মতো হাঁটতাম, দৌড়াতাম, কথা বলতাম। খেলাধুলায় ভালো ছিলাম না বলেই আমাকে কেউ দলে নিত না।”

করণ জোহর
এই নির্মাতা জানান, তাদের অ্যাপার্টমেন্টে প্রতিদিন বিকেলে বাচ্চারা খেলতে নামত। কিন্তু করণ শুধু দূর থেকে তাকিয়ে থাকতেন। তার হৃদয়ে ছিল একান্ত ইচ্ছা—ক্রিকেট খেলবেন, ফুটবল দলের অংশ হবেন। কিন্তু ‘পুরুষসুলভ’ না হওয়ায় সে সুযোগ কখনো আসেনি।
আজকের সফল করণ জোহরের পেছনে রয়েছে এইসব বঞ্চনা, অপমান, এবং আত্মপরিচয়ের দীর্ঘ লড়াই। তবে সেই অতীতকে লুকিয়ে না রেখে তিনি বরং সামনে নিয়ে এসেছেন, যেন সমাজে যারা আজও ভিন্নতা বা সংবেদনশীলতার কারণে বঞ্চনার শিকার হন, তারা আশার আলো খুঁজে পান।
ফিচার ফিল্ম, রিয়েল লাইফ—দুটোতেই করণ জোহর যেন বলিউডের অন্যতম ‘ভয়েস অব ভিন্নতা’।