চলচ্চিত্রপ্রেমীদের উত্তেজনা চরমে। কারণ, আসছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি— ‘ওয়ার ২’। হৃতিক রোশন, জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদবাণীকে একসঙ্গে দেখা যাবে পর্দায়। ১৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে এই অ্যাকশন-থ্রিলার সিনেমা, যা আগেই সাড়া ফেলেছে ট্রেলার মুক্তির মাধ্যমে।
২৫ জুলাই প্রকাশিত হওয়া ট্রেলারেই মিলেছে ঝলক। হৃতিক রোশন যখন বলেন, “আমি প্রতিজ্ঞা করছি আমি আমার পরিবার, আমার নাম, আমার পরিচয় সবকিছু পাল্টে ফেলে একটা বেনামী ছায়ায় পরিণত হয়ে যাব,” তখনই বোঝা যায়, তিনি এক গভীর যুদ্ধের জন্য প্রস্তুত। তারপরে জুনিয়র এনটিআরের ডায়লগ, “আমি শপথ নিচ্ছি যেটা অন্য কেউ করতে পারবে না সেটা আমি করব। যে যুদ্ধ কেউ জিততে পারবে না সেই যুদ্ধ আমি জিতে দেখাব,” শুনে দর্শক বুঝে যায়—এটি শুধু অ্যাকশনের নয়, এটি আত্মমর্যাদা ও আদর্শের দ্বন্দ্বের লড়াই।
২০১৯ সালের সুপারহিট ‘ওয়ার’-এর ধারাবাহিকতা ধরে রেখেছে এই সিকুয়েল, তবে এবার বড় চমক এনটিআর। দক্ষিণের সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত এনটিআর এই সিনেমায় এনেছেন নতুন মাত্রা। হৃতিকের সঙ্গে তার অনস্ক্রিন সংঘাত সিনেমার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
ট্রেলারে এক ঝলকে দেখা গেছে টাইগার শ্রফকে— যা স্পষ্ট করে দেয়, এই সিনেমায় আগের গল্পের কিছু সুতাও থাকবে। একই সঙ্গে দেখা গেছে আশুতোষ রানা ও কিয়ারা আদবাণীর গুরুত্বপূর্ণ উপস্থিতি। কিয়ারা এখানে শুধু গ্ল্যামারের প্রতিনিধি নন, তিনি বন্দুক হাতে সাহসিকতায় ভরা এক যোদ্ধা।
অ্যাকশনের মধ্যেও রয়েছে প্রেম— হৃতিক ও কিয়ারার রসায়ন দর্শকদের দেবে অতিরিক্ত আকর্ষণ। তবে প্রেমের রেশ ছাপিয়ে যা সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে, তা হলো—তিনটি চরিত্রের ‘দেশপ্রেম’-এর ভিন্ন ভিন্ন সংজ্ঞা। যদি তিনজনই দেশের জন্য লড়েন, তাহলে পরস্পরের বিরুদ্ধে কেন এই যুদ্ধ?
সিনেমাটির কাহিনিতে রয়েছে ধোঁয়াশা। কে নায়ক, কে খলনায়ক? লড়াইয়ের শেষ কোথায়? এবং, আদৌ কি কেউ জিতে উঠবে? এসব প্রশ্নের জবাব পেতে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন।
‘ওয়ার ২’ শুধু একটি অ্যাকশন ছবি নয়, এটি আত্মপরিচয়ের সংকট, আদর্শের দ্বন্দ্ব ও বিশ্বাসঘাতকতার এক জ্বলন্ত উপাখ্যান। হৃতিক, এনটিআর ও কিয়ারা এই যুদ্ধকে শুধু রঙিন পর্দায় তুলে ধরছেন না, তারা দর্শকদের ভেতরেও এক আবেগী সংঘর্ষ সৃষ্টি করছেন।