ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে ঝড় তোলা শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’ এবার জায়গা করে নিচ্ছে দর্শকের ঘরে ঘরে। আগস্ট থেকে সিনেমাটি স্ট্রিমিং হবে জনপ্রিয় দুই ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচই-তে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে থাকা বাংলা ভাষাভাষী দর্শকদের কাছেও পৌঁছে যাবে শাকিব খানের এই আলোচিত প্রজেক্ট।
চরকি ও হইচই এক যৌথ বিবৃতিতে বলেছে, “দেশ-বিদেশে আবারও ঘনিয়ে আসছে ‘তাণ্ডব’। সিনেমা হলের পর, এই আগস্টে ওটিটিতে তাণ্ডব তুলতে আসছেন মেগাস্টার শাকিব খান।”
‘তাণ্ডব’ একদিকে যেমন মূলধারার বাণিজ্যিক ঘরানার, তেমনি গল্প ও নির্মাণের ভিন্নতায় এটি আলাদা উচ্চতায়। সিনেমাটিতে শাকিব খানকে দেখা গেছে আগ্রাসী অথচ আবেগপ্রবণ এক চরিত্রে, যিনি সংগ্রাম করেন সমাজের অন্যায়ের বিরুদ্ধে। এ চরিত্রে তিনি দেখিয়েছেন বলিষ্ঠ উপস্থিতি ও অভিনয়ের আধিপত্য, যা তার ভক্তদের জন্য উপহারস্বরূপ।
এই সিনেমার আরেক চমক সাবিলা নূর। দীর্ঘদিন ছোট পর্দার পরিচিত মুখ হলেও ‘তাণ্ডব’-এর মাধ্যমে মূলধারার বাণিজ্যিক সিনেমায় অভিষেক হলো তার। ছবিতে তার চরিত্রটি কেবল শাকিবের প্রেমিকা নয়—তীব্র বাস্তব সংকটে ঘুরে দাঁড়ানো এক নারীর প্রতিচ্ছবি।
‘তাণ্ডব’-এর কাস্ট লিস্টও বেশ জমকালো। এতে আরও অভিনয় করেছেন— আফজাল হোসেন, জয়া আহসান, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, একে আজাদ সেতু, এফএস নাঈম, শিবা শানু ও সুমন আনোয়ার। একটি সিনেমায় এতজন অভিজ্ঞ ও জনপ্রিয় অভিনয়শিল্পীর উপস্থিতি নিঃসন্দেহে দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ।
ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ কেউ প্রশংসা করেছেন গল্প ও নির্মাণের নতুনত্বের, আবার কেউ কেউ চেয়েছেন আরও দৃঢ় স্ক্রিনপ্লে। তবে এবার ওটিটিতে এটি প্রকাশ পেলে সিনেমাটি নতুন করে মূল্যায়নের সুযোগ পাবে বলে মনে করছেন নেটিজেনরা।
আগস্টের কোন তারিখে সিনেমাটি মুক্তি পাবে, তা এখনো জানানো হয়নি। তবে চরকি ও হইচই জানিয়েছে, খুব শিগগিরই সামাজিক মাধ্যমে প্রকাশ করা হবে অফিসিয়াল ট্রেইলার ও নির্দিষ্ট মুক্তির দিনক্ষণ।