Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ বছর পর পর্দায় ফিরল দেব-শুভশ্রী জুটি! ‘ধুমকেতু’ নিয়ে উত্তাল টলিউড

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩০ জুলাই ২০২৫ ১৯:২১

টানা ৯ বছর পর আবারও একই ছবিতে জুটি বাঁধলেন টলিউডের দুই জনপ্রিয় তারকা দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর তাদের এই কামব্যাক ছবি ‘ধুমকেতু’ মুক্তি পেতে চলেছে এই ১৪ আগস্ট। মুক্তির আগেই ছবিটি নিয়ে তৈরি হয়েছে উত্তেজনার ঝড়— দর্শকের মনেও, এবং ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জনেও! একটা সময় ছিল যখন দেব-শুভশ্রীর রসায়ন শুধু পর্দাতেই নয়, পর্দার বাইরেও চর্চার কেন্দ্রবিন্দু ছিল। ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’— একটার পর একটা হিট ছবি উপহার দিয়েছিলেন তারা। কিন্তু ২০১৫-র পর হঠাৎ করেই ভেঙে যায় সেই গাঁটছড়া— পর্দার ও বাস্তব জীবনের। তারপর থেকে দুজনের পথ আলাদা। ব্যক্তিগত জীবনে তাদের দুজনেরই হয়েছে নতুন অধ্যায়।

বিজ্ঞাপন

আজ শুভশ্রী প্রখ্যাত পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী দুই সন্তানের মা এবং সফল অভিনেত্রী। অন্যদিকে দেবের জীবনে রয়েছে রুক্মিণী মৈত্র— যিনি এখন প্রায় সব ছবিতেই দেবের বিপরীতে থাকেন। তাই ‘ধুমকেতু’-তে শুভশ্রীকে দেখে রীতিমতো চমকে উঠেছে দর্শকমহল। অবাক করা বিষয় হলো, ছবির প্রচার চলছে জোর কদমে, কিন্তু এখনও দেব-শুভশ্রীকে একসাথে দেখা যায়নি কোনও মঞ্চে বা ইভেন্টে! সেটা কি ইচ্ছাকৃত দূরত্ব? নাকি প্রচারণার কৌশল? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে টলিপাড়ায়। ছবিতে দেবকে দেখা যাবে এক অ্যাকশন হিরোর ভূমিকায়, যিনি সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান। শুভশ্রী এক গুরুত্বপূর্ণ ও ইমোশনাল চরিত্রে—যা নাকি তার কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং রোল হতে চলেছে। ছবিটি পরিচালনা করছেন নবাগত কিন্তু প্রতিশ্রুতিশীল একজন পরিচালক, যিনি এই ছবি দিয়েই ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করতে চান।

টলিউড সূত্রে শোনা যাচ্ছে, এই ছবি নাকি বহু বছর আগে শুরু হয়েছিল, কিন্তু নানা কারণে আটকে যায়। সেই জমে থাকা ছবি অবশেষে নতুন করে সম্পাদিত ও উপস্থাপিত হয়ে আসছে প্রেক্ষাগৃহে। দেব নিজেও জানিয়েছেন, “এই ছবি আমার কাছে স্পেশাল, কারণ সময়ের থেকেও সম্পর্ক এখানে বড় হয়ে উঠেছে।”

শেষ কথা হলো _
১৪ই আগস্ট শুধু একটা ছবি নয়, এক সময়ের সেরা জুটির পুরনো রসায়নের ঝলক দেখার দিন। পর্দার রসায়ন কি আবার ফিরবে? না কি দেব-রুক্মিণী এবং রাজ-শুভশ্রী নতুন করে সমীকরণকে ছাপিয়ে যাবেন?

সারাবাংলা/এসজে/এএসজি

টলিউড দেব ধুমকেতু শুভশ্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর