একজন ছিলেন এক সময়কার বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী, অন্যজন গ্ল্যামার দুনিয়ার দাপুটে পপ তারকা। জাস্টিন ট্রুডো ও কেটি পেরি—দুই মহাতারকার নাম পাশাপাশি উচ্চারিত হলে অবাক হওয়ার কিছু নেই। তবে সম্প্রতি মন্ট্রিয়লের এক বিলাসবহুল রেস্তোরাঁয় তাদের ঘনিষ্ঠ সাক্ষাৎ আর হৃদয়স্পর্শী মুহূর্ত ধরা পড়তেই নতুন করে আলোচনায় এসেছে এই দুই তারকার ‘সম্পর্ক’।
এক ভিডিওচিত্রে দেখা যায়, মন্ট্রিয়লের অভিজাত রেস্তোরাঁ ‘লে ভায়োলিনে’র এক কোণে কেটি পেরি ও জাস্টিন ট্রুডো গভীর আলাপে মগ্ন। টেবিলে একে অপরের দিকে হেলান দিয়ে কথা বলছেন, মাঝে মাঝে চোখে চোখ রেখে হাসছেন। ককটেল, লবস্টার আর একাধিক পদ উপভোগের পাশাপাশি দুজনেই ছিলেন দৃশ্যত চনমনে ও স্বচ্ছন্দ। শেষ পর্যন্ত তারা রেস্তোরাঁর রান্নাঘরেও ঢুঁ মারেন এবং কর্মীদের ধন্যবাদ জানান— এই ‘স্পেশাল টাচ’ যেন সম্পর্কের রসায়নেই আরেকটি মাত্রা যোগ করে।
এ দৃশ্য দেখে সামাজিক মাধ্যমে শুরু হয় তোলপাড়। কেউ বলছেন এটি নিছকই বন্ধুত্বপূর্ণ নৈশভোজ, আবার কারও দাবি, এটি নিছক ‘ডিনার’ নয়— বরং নতুন একটি সম্পর্কের সূচনা! কেটি ও ট্রুডোর এমন সময় কাটানোকে অনেকেই ‘রোমান্টিক কেমিস্ট্রি’র প্রমাণ বলে মনে করছেন। আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন, ব্যক্তি জীবনের সাম্প্রতিক পরিবর্তন কি এই ঘনিষ্ঠতার কারণ?
গেলো মাসেই কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুমের বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা আসে। এক দশকের সম্পর্ক, একটি কন্যাসন্তান—সব পেছনে ফেলে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। অন্যদিকে, ট্রুডোও ২০২৩ সালে ১৮ বছরের দাম্পত্য জীবন শেষ করেন স্ত্রী সোফি গ্রেগরির সঙ্গে।
দুজনেই দীর্ঘস্থায়ী সম্পর্কে ছিলেন, দুজনেই সন্তানদের সঙ্গে সংযুক্ত জীবন যাপন করছেন, এবং এখন দুজনেই ব্যক্তিগত জীবনে ‘নতুন অধ্যায়ে’ প্রবেশ করছেন। এই সময়ের ‘সমাপতন’ কি কেবলই কাকতালীয়?
যখন কেটি পেরি ও জাস্টিন ট্রুডোর মতো ব্যক্তি একসঙ্গে সময় কাটান, তখন সেটা সহজেই গসিপের বিষয় হয়ে ওঠে। কিন্তু তারকাদের জীবনেও তো থাকে একাকিত্ব, সম্পর্কের টানাপোড়েন, সান্ত্বনা খোঁজার চেষ্টা। হয়তো এই রাতের ডিনার ছিল কেবলই একে অপরকে বোঝার প্রয়াস—অথবা এক নতুন গল্পের সূচনা।
এই মুহূর্তে কেটি পেরি কানাডায় কনসার্ট সফরে রয়েছেন। ট্রুডোর শহরেই তার একাধিক পারফর্মেন্স রয়েছে। তবে এই ‘সফল ডিনার’ তাদের সম্পর্ককে কোন দিকে নিয়ে যাবে, তা সময়ই বলবে।