৩৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটলো। প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন বলিউড বাদশা শাহরুখ খান। ‘জওয়ান’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য তাকে দেওয়া হয়েছে সেরা অভিনেতার সম্মান। আর এই অর্জনে আবেগাপ্লুত কিং খান নিজেই বললেন— “পপকর্ন রেডি রাখুন, আমি ফিরছি।”
শুধু একটি পুরস্কার নয়, শাহরুখের জন্য এটি যেন জীবনস্মৃতি। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় ও বাণিজ্যিক সফলতা অর্জন করলেও জাতীয় পুরস্কারের ছোঁয়া পাননি কখনো। অবশেষে ‘জওয়ান’ ছবির গভীর আবেগ, অ্যাকশন আর চরিত্রের বহুমাত্রিকতার মধ্য দিয়ে তিনি অর্জন করলেন সেই অভিজ্ঞতা।
পুরস্কার ঘোষণার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন শাহরুখ। এক ভিডিও বার্তায় ভক্তদের সামনে আসেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় হাতে ও কোমরে সাপোর্ট বেল্ট— কিন্তু তাতে বিন্দুমাত্র থেমে নেই তার কৃতজ্ঞতা প্রকাশ।
ভিডিওতে তিনি বলেন, “জাতীয় পুরস্কার শুধু একটি ট্রফি নয়, এটি দায়িত্ব। অভিনয় আমার কাছে কাজ নয়, বরং সত্য ও অনুভবের প্রতিফলন। এই সম্মান আমার পথচলায় এক নতুন আলো।”
শাহরুখ বিশেষভাবে ধন্যবাদ জানান পরিচালক অ্যাটলি, পুরো ‘জওয়ান’ টিম, এবং নিজের স্টাইলিস্ট ও সহশিল্পীদের। তিনি জানান, এই সিনেমাই তাকে নতুন করে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ দিয়েছে।
পরিবারের কথায় গলা নরম হয়ে আসে শাহরুখের। স্ত্রী গৌরী ও সন্তানদের উদ্দেশে বলেন, “গত চার বছরে ওরা যেভাবে পাশে থেকেছে, সাহস জুগিয়েছে— তাতে আমি নিজেকে ঘরের সবচেয়ে ছোট সদস্য মনে করি।”
এই বক্তব্যে যেন প্রতিফলিত হয় তার ব্যক্তিত্বের আরেক দিক— একজন অভিনেতার পাশাপাশি একজন বাবা, একজন স্বামী।
সবশেষে ভক্তদের উদ্দেশে ছুঁড়ে দেন এক আবেগমাখা বার্তা— “এই পুরস্কার আপনাদের জন্য। আপনাদের ভালোবাসাই আমাকে এখানে এনেছে। এখন হাত পুরো খোলা নেই, তাই জড়িয়ে ধরা যাচ্ছে না… তবে চিন্তা নেই— পপকর্ন রেডি রাখুন… আমি ফিরছি, থিয়েটারে। ততক্ষণ এক হাতেই চালিয়ে নিই!”