Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক মিনিটের রূপমায়ার ঝড়ে নুসরাত ফারিয়া

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২ আগস্ট ২০২৫ ১৭:৫৬

ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কুইন নুসরাত ফারিয়া যেন জানেন, কীভাবে আলোচনায় থাকতে হয়। চলচ্চিত্রে হোক বা সামাজিক মাধ্যমে— তার উপস্থিতি সবসময়ই নজরকাড়া। রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জিন ৩’ বক্স অফিসে হয়তো কাঙ্ক্ষিত সাড়া ফেলতে পারেনি, কিন্তু ছবির আইটেম গান ‘কন্যা’-তে ফারিয়ার পারফরম্যান্স দর্শকহৃদয় জয় করে নিয়েছিল।

আর এবার, মাত্র এক মিনিটের একটি মেকওভার ভিডিও দিয়ে নতুন করে ঝড় তুললেন তিনি। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভাইরাল সামাজিক মাধ্যমে। মাত্র কয়েক ঘণ্টায় লক্ষাধিক ভিউ, অসংখ্য রিয়্যাকশন আর প্রশংসার বন্যা— যেন প্রমাণ করল, ফারিয়ার উপস্থিতিই আলাদা এক ‘স্টার পাওয়ার’।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, দুটি ভিন্ন রূপে নিজেকে মেলে ধরেছেন নুসরাত ফারিয়া।

প্রথম লুকে তিনি হাজির জমকালো লাল শাড়ি পরে। ভারি গয়নাগাঁটিতে সজ্জিত এই লুক এক রাজকীয় চেহারা এনে দেয় তার উপস্থিতিতে। কপালে টিকলি, ঝুমকো দুল, চওড়া নেকলেস, ছোট নাকফুল, আর হাতে মোহনীয় বালা— সব মিলিয়ে একেবারে রয়্যাল গ্ল্যামার।

অন্যদিকে দ্বিতীয় লুকে তিনি ছিলেন সাদা পোশাকে, অনেকটা স্নিগ্ধ রূপে। মাথায় বেনি, গলায় চিকন চোকার, হাতে ব্রেসলেট আর আংটি। এখানে ফারিয়ার মুখের কোমল হাসি যেন তার স্নিগ্ধতাকে বাড়িয়ে দেয় আরও কয়েক গুণ।

এই ভিডিওটিকে অনেকে দেখছেন শুধু ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে নয়, বরং ফারিয়ার ক্যারিয়ারের রিব্র্যান্ডিং-এর অংশ হিসেবে। জুলাইয়ের রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে পড়া ও অল্প সময়ের কারাবাসের অভিজ্ঞতা— সব মিলিয়ে এক প্রকার চাপের মধ্যে থেকেও, যেন নিজের জায়গা থেকে আবারও আলো ছড়াতে প্রস্তুত অভিনেত্রী।

একজন নায়িকা যখন ব্যক্তিগত ও সামাজিক চ্যালেঞ্জের মধ্যেও নিজের সৌন্দর্য, স্টাইল ও আত্মবিশ্বাস দিয়ে আবারও দৃশ্যপটে ফিরে আসেন, তা নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ী। নুসরাত ফারিয়ার এই ভিডিও যেন সেই বার্তাই দিচ্ছে— “আমি আছি, আগেও ছিলাম, আবারও ফিরেছি।”

বাংলাদেশের গ্ল্যামার দুনিয়ায় এমন নায়িকা খুব কমই আছেন, যিনি ফ্যাশন, সাহস, স্টারডম এবং স্টেটমেন্ট— সবকিছু একসঙ্গে বহন করতে পারেন। নুসরাত ফারিয়া সেই বিরল ব্যতিক্রমদের একজন। আর তার সাম্প্রতিক ভিডিও যেন তারই প্রমাণ: এক মিনিটেই ঝড়!

সারাবাংলা/এফএন/এএসজি

নুসরাত ফারিয়া

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর