Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফার্নি’ দিয়ে ব্যবসায় মেহজাবীন

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৪ আগস্ট ২০২৫ ১৯:৩৮

একজন সফল অভিনেত্রী হিসেবে বহু বছর ধরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন মেহজাবীন চৌধুরী। ছোট পর্দায় তার প্রতিভা, পরিশ্রম ও অভিনয় দক্ষতা তাকে এনে দিয়েছে জনপ্রিয়তার শিখরে। তবে এবার তিনি পা রাখলেন নতুন এক জগতে— ব্যবসা। নামকরা এই অভিনেত্রী এখন একজন উদ্যোক্তা, আর তার ব্যবসার ক্ষেত্র— অন্দরসাজ বা ইন্টেরিয়র ডিজাইন।

অভিনয়শিল্পীরা অনেক সময় নিজেদের সৃজনশীলতা নতুন আঙ্গিকে প্রকাশ করতে চান। মেহজাবীনের ক্ষেত্রেও বিষয়টি ভিন্ন নয়। একসময় কস্টিউম ডিজাইন নিয়ে ভাবলেও ধীরে ধীরে তার মনোযোগ চলে যায় অন্দরসাজের দিকে। নিজের বাসা সাজাতে সাজাতে যেটি একসময় শুধুই শখ ছিল, সেটিই এখন রূপ নিয়েছে একটি উদ্যোগে— ইন্টেরিয়র ডিজাইন ফার্ম ‘ফার্নি’।

বিজ্ঞাপন

প্রায় দেড় বছর আগে কয়েকজন বন্ধু ও সহকর্মী মিলে মেহজাবীন শুরু করেন ‘ফার্নি’র পথচলা। এখন পর্যন্ত তারা সফলভাবে ছয়টি প্রজেক্ট সম্পন্ন করেছেন। এই প্রতিষ্ঠানটিকে মেহজাবীন বলেন ‘আমাদের ব্রেন চাইল্ড’।

তিনি জানান, ‘প্রত্যেক মানুষের চাওয়া ভিন্ন, সেই অনুযায়ী জায়গা সাজাতে গিয়ে নিজের সৃজনশীলতা প্রয়োগ করার সুযোগটা আমার কাছে দারুণ এক্সাইটিং লাগে।’

অনেকেই জানতেন না মেহজাবীনের এই উদ্যোগের কথা। কারণ, যদিও তিনি ব্যক্তিগতভাবে কিছু পোস্ট দিয়েছেন ফেসবুকে, মানুষ ধরে নিয়েছে তিনি হয়তো অন্য কারও প্রজেক্ট প্রমোট করছেন। মেহজাবীন বলেন, ‘এখন মনে হচ্ছে, আরও আগে জানানো উচিত ছিল।’

মেহজাবীনের ইচ্ছা ভবিষ্যতে এই বিষয় নিয়ে প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেওয়ার। শুধু তাই নয়, অভিনয়ের পাশাপাশি তিনি আগ্রহী সিনেমা প্রযোজনাতেও। ইতোমধ্যে তার অভিনীত দুটি সিনেমা— ‘প্রিয় মালতি’ ও ‘সাবা’—এর প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

একজন শিল্পীর জন্য সৃজনশীলতার কোনো সীমা নেই। অভিনয়ের বাইরে নিজের প্যাশনকে পেশায় পরিণত করার যে সাহস ও আন্তরিকতা, তা মেহজাবীনের ‘ফার্নি’ উদ্যোগের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে।

সারাবাংলা/এফএন/এএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর