Friday 07 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনৈতিক কাজে নামানোর চেষ্টা, স্বামীর বিরুদ্ধে মামলা করলেন নায়িকা সানাই

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৬ আগস্ট ২০২৫ ১৮:৪১

আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সুপ্রভা মাহবুব বিনতে সানাই মাহবুব তার স্বামী আবূ সালেহ মূসার বিরুদ্ধে যৌতুক এবং দেহ ব্যবসায় বাধ্য করার চেষ্টার অভিযোগে মামলা করেছেন।

বুধবার (৬ আগস্ট ২০২৫) ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে এই মামলা দায়ের করেন সানাই মাহবুব। মামলার বিবরণে বলা হয়, ২০২২ সালের ২৭ মে বিয়ের সময় স্বামীর পরিবারকে ১৫ ভরি স্বর্ণালংকার ও আসবাবপত্র প্রদান করা হয়। পরে সানাই নিজে ১২ লাখ টাকা এবং বাবার কাছ থেকে ৭ লাখ টাকা এনে দেন, মোট ১৯ লাখ টাকা স্বামীকে দেন ব্যবসার জন্য।

তবে, অভিযোগ রয়েছে, এসব অর্থ অপচয় করার পর আবূ সালেহ মূসা আরও ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন। দাবি পূরণ না করায় তিনি সানাইকে দেহ ব্যবসায় বাধ্য করার চেষ্টা করেন এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালান।

বিজ্ঞাপন

মামলায় আরও উল্লেখ করা হয়, ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর স্বামী তাকে নির্যাতন করে বাসা থেকে বেরিয়ে যান এবং ফের সংসার করতে চাইলে অতিরিক্ত ২২ লাখ টাকা দাবি করেন। এমনকি অন্যত্র বিয়ে করার হুমকিও দেন।

সানাই মাহবুবের পরিবার একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও ব্যর্থ হন। এ বছরের ৭ ও ২২ জুলাই স্বামীর কাছে লিগ্যাল নোটিশ পাঠালেও ১৭ জুলাই মূসা তা প্রত্যাখ্যান করে অশালীন, মিথ্যা ও মানহানিকর ভাষায় জবাব দেন।

সর্বশেষ, গত ৩১ জুলাই সানাইয়ের বাসায় গিয়ে মূসা সাফ জানিয়ে দেন— ‘যৌতুক বাবদ ২২ লাখ টাকা না দিলে সংসার হবে না’।

সানাই মাহবুবের আইনজীবী মিঠুন সাহা জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন।

উল্লেখ্য, সিনেমার মাধ্যমে শোবিজে পা রাখলেও ছোট পর্দায়ও কাজ করেছেন সানাই। নানা আলোচনার জন্ম দিলেও তার ক্যারিয়ার ছিল বিতর্কিত।

সারাবাংলা/এফএন/এএসজি