যিনি বলিউডে ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামে খ্যাত, তার জীবনযাপনেও যেন ঠিক তেমনই নিখুঁত এক ছাপ। অভিনয়জগতে মেধা, বিচক্ষণতা এবং ধৈর্যের প্রতীক আমির খান এবার আলোচনায় এসেছেন তার নতুন আবাসস্থলকে কেন্দ্র করে। মাত্র ৫ বছরের জন্য ভাড়া নেওয়া এই বাসাটি নিয়ে চর্চা চলছে ভারতজুড়ে— আর বাংলাদেশেও!
মুম্বাইয়ের বান্দ্রার অভিজাত পল্লী হিল এলাকায়, নার্গিস দত্ত রোডে অবস্থিত উইলনোমনা অ্যাপার্টমেন্ট। এখানেই চারটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন আমির খান। মাসিক ভাড়া ২৪ লাখ রুপি— বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ লাখ ৩২ হাজার টাকা! ২০২৫ সাল থেকে ২০৩০ পর্যন্ত পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। প্রতি বছর বাড়বে ৫ শতাংশ করে ভাড়া।
শুধু জায়গাটির অবস্থান নয়, এখানকার নামকরা বাসিন্দার তালিকাও বলে দেয় এই জায়গার বিশিষ্টতা। শাহরুখ খান, সাইফ আলি খান, করিনা কাপুরের মতো অনেক তারকাই এই এলাকায় বসবাস করেন বা বাড়ি ভাড়া নিয়ে থাকেন।
প্রশ্ন উঠতেই পারে, এত সম্পদ থাকা সত্ত্বেও কেন ভাড়া বাড়ি? আসলে আমিরের পুরোনো অ্যাপার্টমেন্টে এখন সংস্কার কাজ চলছে। ফলে তার নিজের জন্য এবং পরিবারের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য বজায় রাখার স্বার্থেই এই সাময়িক আবাসস্থল ভাড়া নেওয়া হয়েছে।
এটাই প্রথম নয়—এর আগেও একাধিক বলিউড তারকা বাড়ি সংস্কারের সময় বিলাসবহুল ভাড়া বাড়িতে উঠেছেন। শাহরুখ খানের ‘মান্নাত’-এর সংস্কারের সময় তার পরিবারও সাময়িকভাবে পল্লী হিলে ভাড়া বাড়িতে ছিল।
ক্যারিয়ারের মতো ব্যক্তিজীবনেও আমির খান বরাবরই আলোচনায় থাকেন। সম্প্রতি দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘কুলি’-তে অতিথি চরিত্রে অভিনয়ের গুঞ্জন ছড়িয়েছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তার উপস্থিতি নিয়ে বলিউড ও দক্ষিণ ভারতের ফিল্ম সার্কেলে ব্যাপক কৌতূহল রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে বলিউড তারকাদের মধ্যে ভাড়াবাড়িতে থাকার প্রবণতা বেড়েছে। শুধু সুবিধার জন্য নয়, অনেক সময় ব্যক্তিগত গোপনতা রক্ষায় কিংবা প্রকল্পভিত্তিক অবস্থান বিবেচনায় তারা এক এলাকা থেকে অন্য এলাকায় অস্থায়ীভাবে বসবাস করেন।
আমির খানের মতো একজন তারকার জন্য ৩৩ লাখ টাকা ভাড়া হয়তো সামান্যই। কিন্তু এই ঘটনা বলিউডের অভ্যন্তরীণ অর্থনীতি ও জীবনযাত্রার এক উঁচু স্তরের প্রতিফলনও বটে। যারা বিনোদনের আড়ালে এই চমকপ্রদ জীবন দেখে বিস্মিত হন, তারা এই খবরে নতুন করে তার প্রতি আগ্রহী হতেই পারেন।