Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ওহ মামা তেতেমা’ নিয়ে মঞ্চ কাঁপাতে প্রস্তুত নোরা ফাতেহি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ আগস্ট ২০২৫ ১৯:৩৮

আন্তর্জাতিক সংগীতাঙ্গনে আবারও নিজের শক্তিশালী উপস্থিতি জানান দিচ্ছেন বলিউড তারকা নোরা ফাতেহি। এবার তিনি কেবল নাচ কিংবা অভিনয় নয়— সরাসরি কণ্ঠ দিয়ে হাজির হচ্ছেন নতুন এক গানে, যার শিরোনাম ‘ওহ মামা তেতেমা’। গানে তার সঙ্গী আফ্রিকান সুপারস্টার রেইভ্যানি, আর চমক হিসেবে রয়েছেন উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল।

৬ আগস্ট ইনস্টাগ্রামে গানটির পোস্টার শেয়ার করে ভক্তদের উন্মাদনা বাড়িয়ে দেন নোরা। আফ্রো-ইনস্পায়ার্ড আধুনিক ফ্যাশনে হাজির হয়ে নজর কাড়ছেন তিনি, যা এক নতুন সাংস্কৃতিক মেলবন্ধনের প্রতিচ্ছবি।

৯ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ‘ওহ মামা তেতেমা’। এর টিজার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। নোরা ভক্তরা যেমন উচ্ছ্বসিত, তেমনি সংগীতপ্রেমীরা অপেক্ষায় আছেন—এই তিন তারকার ভিন্ন ভিন্ন ঘরানার কণ্ঠ একসঙ্গে কেমন অভিজ্ঞতা নিয়ে আসছে তা শোনার জন্য।

বিজ্ঞাপন

নোরা ফাতেহি আগেও আন্তর্জাতিক মঞ্চে চমক দেখিয়েছেন। আমেরিকান গায়ক জেসন ডেরুলোর সঙ্গে ‘স্নেক’ গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি, যা ইউটিউবে ইতোমধ্যে ১৩ কোটিরও বেশি ভিউ অর্জন করেছে। এই গানটিও তার বৈশ্বিক পরিচিতি বাড়িয়ে দিয়েছিল।

‘ওহ মামা তেতেমা’ গানটির মধ্য দিয়ে নোরা যেন তার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করলেন। আর্টিস্ট হিসেবে তিনি নিজেকে শুধু বলিউডের গ্ল্যামার গার্ল নয়, বরং এক বৈশ্বিক সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করছেন।

গানের ভিজ্যুয়াল উপস্থাপনাতেও নোরা দিয়েছেন নতুন মাত্রা। আধুনিক ডিজাইনের আফ্রিকান প্রভাবযুক্ত পোশাক, ট্রেন্ডি স্টাইলিং এবং সশক্ত উপস্থিতি— সব মিলিয়ে ফ্যাশনের জগতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

প্রথম ঝলকে কেউ ভাবেননি শ্রেয়া ঘোষালের কণ্ঠ থাকবে এই গানে। তবে এটি প্রকাশের পর সংগীত অনুরাগীরা আরও বেশি আগ্রহী হয়ে উঠেছেন। শ্রেয়ার মেলোডি, রেইভ্যানির আফ্রো-বিট এবং নোরার শক্তিশালী পারফর্মেন্স— তিনটি ভিন্ন জগতের সৃজনশীলতা একসূত্রে বাঁধা ‘ওহ মামা তেতেমা’।

নোরা ফাতেহি প্রমাণ করে চলেছেন, তিনি শুধু বলিউড আইটেম ডান্সার নন—একজন সার্বজনীন শিল্পী, যিনি নাচ, গান এবং অভিনয়ের মেলবন্ধনে গড়ছেন এক নতুন পরিচয়। ‘ওহ মামা তেতেমা’ নিঃসন্দেহে হতে যাচ্ছে তার সেই পথচলার আরেকটি মাইলফলক।

সারাবাংলা/এফএন/এএসজি

ওহ মামা তেতেমা নোরা ফাতেহি

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর