Friday 07 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিব খানের মার্কিন সফরের আড়ালের গল্প

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৯ আগস্ট ২০২৫ ১৮:০০

দুটি ঈদের সিনেমা দিয়ে বছরের শুরুটা জমজমাট করেছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। সাফল্যের সেই রেশ কাটতে না কাটতেই তিনি যেন নিজের জীবনে টেনে এনেছেন এক ভিন্ন ছন্দ— ছুটির। প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই তারকা। শুরুতে ভক্তদের মধ্যে গুঞ্জন ছিল, হয়তো কোনো আন্তর্জাতিক প্রোজেক্ট, কিংবা স্বপ্নের হলিউড অভিযানে পা রেখেছেন শাকিব। কিন্তু সিনেমার প্রসঙ্গে তখন নীরব ছিলেন নায়ক।

এই নীরবতার মাঝেই শাকিবকে দেখা যায় এক ভিন্ন রূপে— প্রাক্তন স্ত্রী বুবলী ও ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে সময় কাটাতে। মার্কিন মুলুকের রঙিন শহরগুলোতে একসঙ্গে ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করে নেন বুবলীও। যা একদিকে ভক্তদের আনন্দ দিয়েছে, অন্যদিকে নতুন করে আলোচনায় এনেছে শাকিবের ব্যক্তিগত জীবন।

বিজ্ঞাপন

তবে এ সফরের গল্প শুধু পারিবারিক নয়, এর আড়ালে রয়েছে এক ‘চমক’। শুক্রবার নিজের ফেসবুক স্টোরিতে শাকিব খান লিখলেন— ‘বড় পর্দার জন্য বড় বড় স্বপ্ন নিয়ে দিনের পর দিন ছুটোছুটি চলছে। এই সময়ের নীরবতা মানে কোনো শূন্যতা নয়; বরং এটি এমন একটি মুহূর্ত যা চুপচাপ রয়েছে বড় কিছু ঘটার অপেক্ষায়। খুব শিগগিরই এমন কিছু নিয়ে ফিরে আসছি, যা তে থাকছে সাহসী, স্মরণীয় এবং আইকনিক কিছু।’

এই বার্তা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে— শাকিব খুব শিগগিরই কোনো নতুন প্রোজেক্ট নিয়ে হাজির হবেন, যা তার ক্যারিয়ারে বিশেষ জায়গা করে নেবে।

শিল্পের বাইরে, ব্যক্তিগত জীবনে প্রাক্তন স্ত্রী ও সন্তানের সঙ্গে সময় কাটানোর এ ভ্রমণ যেন শাকিবের ভক্তদের কাছে আরেকটি গল্প। যেখানে তারকাখ্যাতি ও রুপালি পর্দার বাইরের মানুষ শাকিব খানকে একটু কাছ থেকে দেখা যায়।

শোনা যাচ্ছে, আগস্টের শেষের দিকে দেশে ফিরবেন তিনি। এরপর সেপ্টেম্বর থেকে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদের পরিচালনায় নতুন একটি সিনেমার শুটিং শুরু করবেন, যা মুক্তি পেতে পারে ডিসেম্বরেই।

মার্কিন সফর, পরিবারকে দেওয়া সময়, আর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া রহস্যময় বার্তা— সব মিলিয়ে শাকিব খানের এই ‘ছুটি’ যেন হয়ে উঠেছে ভক্তদের কাছে কৌতূহলের কেন্দ্র। এখন শুধু অপেক্ষা— এই নীরবতার আড়াল থেকে কেমন ‘সাহসী, স্মরণীয় এবং আইকনিক’ চমক নিয়ে ফিরে আসেন ঢালিউডের মেগাস্টার।

সারাবাংলা/এফএন/এএসজি