টেলিভিশনের জনপ্রিয় মুখ ইমরান আশরাফ এবার পা রাখছেন একদম নতুন জগতে—ভারতীয় পাঞ্জাবি সিনেমা। তার প্রথম পাঞ্জাবি ছবি ‘এন্না নু রেহনা সেহনা নি আউন্ডা’। মুক্তি পাচ্ছে ২২ আগস্ট, আর ছবির প্রথম গান ‘অল গুড’ ইতিমধ্যেই দর্শকের মাঝে উচ্ছ্বাস জাগিয়েছে।
গানটি গেয়েছেন ছবির সহ-অভিনেতা রণজিত বাওয়া। বিট-ভরা এ পার্টি নাম্বারটির ভিডিওতে নীয়ন আলো, ডান্স ফ্লোর আর হাসি-ঠাট্টায় ভরা দৃশ্য যেন ঘোষণা দিচ্ছে— ‘এটাই বছরের পার্টি অ্যান্থেম!’
ছবির কাহিনি মজার ছলে ঘুরছে বিদেশে পড়াশোনার চ্যালেঞ্জ আর তার সঙ্গে জড়ানো নানা অদ্ভুত ঘটনাকে ঘিরে। জাসি গিল, সাপনা পাব্বি আর পাকিস্তানের অভিজ্ঞ কৌতুক অভিনেতা নাসির চিনিওটি এতে ইমরানের সঙ্গী হয়েছেন।
আসলে এই সিনেমার পথটা খুব মসৃণ ছিল না। মে মাসে মুক্তির কথা থাকলেও ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েনের কারণে তা পিছিয়ে যায়। তবু অবশেষে ক্রস-বর্ডার কাস্টের এই কমেডি দর্শকের সামনে আসছে পাকিস্তানসহ বিশ্বজুড়ে।
এর আগে হানিয়া আমির অভিনীত Sardaar Ji 3 নিয়েও দুই দেশের রাজনৈতিক রোষ ঝড় তুলেছিল। কিন্তু দর্শকের ভালবাসা দেখিয়ে দিয়েছে, ভালো গল্প আর প্রাণখোলা বিনোদনের জন্য মানুষের মন এখনও সীমান্ত পেরোতে চায়।
ইমরান আশরাফের ভক্তরা এবার অপেক্ষা করছেন—টিভির ‘রণঝা রণঝা করদি’-র আবেগঘন নায়ককে কীভাবে দেখা যাবে পাঞ্জাবি পার্টি মুডে! যেটুকু টিজার আর গান দেখে বোঝা গেছে, সেখানে থাকবে হাসি, নাচ আর একরাশ উচ্ছ্বাস।
২২ আগস্ট যখন পর্দা জ্বলজ্বল করে উঠবে, হয়তো আবারও প্রমাণ হবে—শিল্প, সঙ্গীত আর সিনেমা কখনও সীমান্ত মানে না।