Tuesday 12 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেকর্ড ভাঙা ‘ইরাস ট্যুর’ শেষে আবারো মঞ্চে ফিরছেন টেলর

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১২ আগস্ট ২০২৫ ১৫:৪১

ভক্তদের জন্য বড় চমক নিয়ে এলেন পপসংগীতের বৈশ্বিক আইকন টেলর সুইফট। হঠাৎ করেই ঘোষণা দিলেন তার ১২তম স্টুডিও অ্যালবামের, যার শিরোনাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’।

সোমবার ভোরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক অদ্ভুত কৌতূহল তৈরি হয়, যখন সুইফটের টিম একসঙ্গে ১২টি রহস্যময় ছবি পোস্ট করে। এরপর জল্পনা আরও ঘনীভূত হয়, যখন তার প্রেমিক ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসি জানান যে, তিনি নিজের জনপ্রিয় নিউ হাইটস পডকাস্টে সুইফটকে অতিথি হিসেবে পাচ্ছেন। একই সময়ে সুইফটের অফিশিয়াল ওয়েবসাইটে চালু হয় এক বিশেষ কাউন্টডাউন- যা শেষ হয় মধ্যরাত ১২টা ১২ মিনিটে।

সুইফটের সর্বশেষ অ্যালবাম দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট প্রকাশিত হয়েছিল ২০২৪ সালে। মুক্তির পরই এটি স্পটিফাইয়ের ইতিহাসে এক দিনে সর্বাধিক স্ট্রিম হওয়া অ্যালবামের খেতাব অর্জন করে।

বিজ্ঞাপন

নতুন অ্যালবামের নাম প্রকাশ করা হয় কেলসির পডকাস্টের একটি বিশেষ ক্লিপের মাধ্যমে। ঘোষণার সঙ্গে সঙ্গেই সুইফটের ওয়েবসাইটে শুরু হয় প্রি-অর্ডার। যদিও ভক্তরা এখনও অপেক্ষায় আছেন সঠিক মুক্তির তারিখ জানার জন্য।

২০২৪ সালের শেষ দিকে শেষ হওয়া রেকর্ড গড়া ‘দ্য ইরাস ট্যুর’ এর পর সুইফট কিছুটা বিরতিতে ছিলেন। ৫৩টি শহরে ১৪৯টি শো করা এই ট্যুর শুধু যুক্তরাজ্যের অর্থনীতিতেই প্রায় এক বিলিয়ন পাউন্ডের অবদান রেখেছিল বলে ধারণা বিশ্লেষকদের।

তথ্যসূত্র: বিবিসি

সারাবাংলা/জেএস/এএসজি

টেলর সুইফট পপসংগীত