ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস সবসময়ই ভক্তদের কাছে নতুন রূপে ধরা দেন। তার অভিনয় যেমন দর্শককে মুগ্ধ করে, তেমনি ব্যক্তিত্ব আর সাজগোজও ভক্তদের কাছে আলোচনার বিষয় হয়ে ওঠে। শনিবার সকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি শেয়ার করেছেন একগুচ্ছ মনোমুগ্ধকর ছবি। ছবিগুলোতে সাদা শাড়ি আর ঝলমলে হাসিতে যেন অপু বিশ্বাস নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন— ‘Where there is love, there is life’। ভক্তরা এই স্ট্যাটাসকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টে এসেছে ৫২ হাজারেরও বেশি রিঅ্যাকশন, প্রায় ৫ হাজার কমেন্ট আর শতাধিক শেয়ার।
ছবিগুলোতে দেখা যায়, অপু বিশ্বাস পরেছেন Alainah Couture-এর মনোমুগ্ধকর সাদা পোশাক, যা তাকে এক অনন্য সৌন্দর্যে ফুটিয়ে তুলেছে। গয়নায় ছিলেন Diamond House, আর চুল-চেহারায় ভিন্ন মাত্রা এনেছেন Avi’s Makeover। স্টাইলিং করেছেন Mahfuz Quadrey। ছবির ব্যাকড্রপ ছিল রাজধানীর জনপ্রিয় ভেন্যু NUZ Palace, আর ক্যামেরার পেছনে ছিলেন Zuton’s Snapshoot।
এই ফটোশুটে অপু বিশ্বাসের লুক যেন একেবারেই অন্যরকম—ক্লাসিক, মার্জিত আর স্বপ্নিল। ভক্তরা কমেন্টে লিখছেন, ‘আপু, আপনাকে দেখে চোখ ফেরানো যায় না,” কেউ লিখছেন, “আপনার হাসিই আপনার আসল অলংকার।’
তার প্রতিটি ছবি যেন শুধু রূপকথার গল্প নয়, বরং অনুপ্রেরণারও প্রতীক—যেখানে ভালোবাসা আছে, সেখানেই জীবন।