Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়া আহসান: আবারও আলোচনায়!

ফারহানা নীলা
২৮ আগস্ট ২০২৫ ১৭:০৪

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে সমানতালে কাজ করে যে অল্প কিছু শিল্পী দুই বাংলার দর্শকের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন, তাদের মধ্যে অন্যতম নাম জয়া আহসান। সাম্প্রতিক সময়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত নতুন কিছু ছবিতে আবারও আলোচনায় উঠে এসেছেন তিনি। ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে ব্যাপক সাড়া। ভক্তদের কমেন্ট, ভালোবাসা এবং শেয়ার—সব মিলিয়ে যেন এক ভিন্ন মাত্রা পেয়েছে এই উপস্থিতি।

ফ্যাশন ও ব্যক্তিত্বের মেলবন্ধন _

ছবিগুলোতে জয়া আহসানকে দেখা গেছে কালো পোশাকে, যেখানে সোনালি কারুকাজের শিল্পিত সংযোজন তাঁকে দিয়েছে ভিন্ন মাত্রার আবহ। পোশাকের ডিজাইনে যেমন রয়েছে আভিজাত্য, তেমনি প্রকাশ পেয়েছে তার ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস। সাদামাটা হলেও তা একইসঙ্গে শক্তিশালী বার্তা বহন করছে—তিনি শুধু অভিনেত্রী নন, বরং সমকালীন ফ্যাশন আইকনও।

বিজ্ঞাপন

জয়ার পোশাকে কালো রঙ যেন প্রতীক হয়ে উঠেছে স্থিরতা, দৃঢ়তা আর একধরনের গূঢ় সৌন্দর্যের। অন্যদিকে সোনালি কারুকাজের নকশা এনে দিয়েছে জৌলুস ও রাজকীয় ছোঁয়া। গয়না ও হেয়ারস্টাইলের সমন্বয় ছবিকে করেছে আরও নিখুঁত।

ভক্তদের প্রতিক্রিয়া _

ছবিগুলো প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই লাখো ভিউ, হাজার হাজার কমেন্ট ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। অনেকে লিখেছেন— ‘জয়া মানেই ভিন্ন আভা’, কেউ লিখেছেন— ‘আপনি শুধু অভিনেত্রী নন, শিল্পের প্রতীক’। মন্তব্যগুলো থেকে স্পষ্ট, শুধু অভিনয় নয়, জয়া আহসানের ব্যক্তিত্ব, উপস্থাপনা ও ফ্যাশন সেন্সও সমানভাবে মানুষকে মুগ্ধ করে।

দুই বাংলায় সমান জনপ্রিয়তা _

বাংলাদেশের দর্শকরা যেমন তাকে ‘গেরিলা’, ‘দেবী’, ‘আনোয়ারা’ কিংবা ‘ডুবসাঁতার’-এর চরিত্রে দেখেছেন, তেমনি পশ্চিমবঙ্গের দর্শকের কাছে তিনি সমানভাবে প্রিয় ‘বিসর্জন’, ‘বিজয়া’, ‘রাজকাহিনী’ কিংবা ‘অর্ধাঙ্গিনী’-র জন্য। এই দুই বাংলার কাজই তাকে করে তুলেছে এক অনন্য সেতুবন্ধন—সংস্কৃতি, শিল্প আর হৃদয়ের।

জয়ার জনপ্রিয়তার অন্যতম কারণ হলো তার বহুমাত্রিকতা। তিনি শুধু রূপালি পর্দায় নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে শিল্পকে উপস্থাপন করেন একধরনের ব্যক্তিত্বপূর্ণ শৈলীতে।

শিল্পচর্চা ও আধুনিক নারীর প্রতীক _

এই ছবিগুলোর ভিজ্যুয়াল উপস্থাপন যেন আরেকবার মনে করিয়ে দিলো, জয়া আহসান কেবল পর্দার চরিত্রে আটকে থাকা এক শিল্পী নন, বরং আধুনিক নারীর আত্মবিশ্বাসী প্রতিচ্ছবি। জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি দেখিয়েছেন নারীর শক্তি, সৌন্দর্য ও স্বকীয়তা। তার ফ্যাশন-ফটোশুটগুলো অনেক সময়ই তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে ওঠে।

ছবি: জয়া আহসানের ফেসবুক পেইজ থেকে

সারাবাংলা/এফএন/এএসজি

জয়া আহসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর