Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ হাজার ডলারের ক্রিস্টাল পোশাকে টেলর সুইফটের ঝলমলে উপস্থিতি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ অক্টোবর ২০২৫ ১৬:৫৫

পপ তারকা টেলর সুইফট আবারও প্রমাণ করলেন— তিনি শুধু সঙ্গীত নয়, ফ্যাশনেও রাজত্ব করেন। সম্প্রতি ‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন’-এর মঞ্চে হাজির হয়েছিলেন একেবারে ঝলমলে রূপে।

সেদিন সুইফট পরেছিলেন ইতালীয় ডিজাইনার জিউসেপ্পে ডি মোরাবিতো-এর তৈরি এক ঝকঝকে ক্রিস্টাল-সাজানো মিনি ড্রেস, যার মূল্য প্রায় ২,১৪৬ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা)। পোশাকটির সঙ্গে মিলিয়ে তিনি বেছে নিয়েছিলেন জিমি চু-এর বিলাসবহুল Claressa Platform স্যান্ডেল—যার দাম আরও প্রায় ১,৬০০ ডলার।

৩৫ বছর বয়সী এই গায়িকার পোশাকের ঝলক যেন তার নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’-এর থিমকেই প্রতিফলিত করছে— গ্ল্যামার, গ্লিটার আর একফোঁটা নাটকীয়তা। অনুষ্ঠানজুড়ে সুইফটের আত্মবিশ্বাসী উপস্থিতি মুগ্ধ করেছে দর্শক ও অনুরাগীদের।

বিজ্ঞাপন

এর আগে, লন্ডনের জনপ্রিয় শো ‘দ্য গ্রাহাম নর্টন শো’-তেও তিনি ঝলসে উঠেছিলেন এক কালো ভেলভেট মিনি ড্রেসে, যার দাম ছিল প্রায় ১,৮৭৫ ডলার। সাম্প্রতিক সময়ে সুইফটের প্রতিটি উপস্থিতিই যেন একেকটা ফ্যাশন ইভেন্টে পরিণত হচ্ছে।

তবে শুধু পোশাক নয়, সুইফটের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তার নতুন এনগেজমেন্ট রিং, যা নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা।

সব মিলিয়ে, ‘মিররবল’ স্টাইলের এই পপ আইকন আবারও দেখালেন—আলো, গ্ল্যামার আর স্টাইলই যেন তার আসল মঞ্চ।

সারাবাংলা/এফএন/এএসজি

২ হাজার ডলারের ক্রিস্টাল পোশাকে টেলর সুইফট টেলর সুইফট দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর