Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাউদ ইব্রাহিমের মাদক পার্টিতে নোরা! নতুন বিতর্কে ডান্স ডিভা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৬ নভেম্বর ২০২৫ ১৪:৪৮

বলিউডে কথিত ‘মাদক–যোগ’ মানেই যেন হঠাৎ করে উত্তাপ ছড়িয়ে পড়ে গসিপের রাজ্যে। আর সেই আগুনে এবার অনিচ্ছাকৃতভাবেই যুক্ত হলো কানাডিয়ান–মরক্কান তারকা নোরা ফাতেহির নাম। ইন্ডাস্ট্রি জুড়ে আলোচনার ঝড়— দাউদ ইব্রাহিম নাকি একটি মাদক–পার্টির আয়োজন করেছিলেন, আর সেখানে নোরা গিয়েছিলেন— এমন অভিযোগ তুলেছেন কুখ্যাত পাচারকারী সেলিম ডোলার ছেলে তাহের ডোলা। কিন্তু বিতর্ক যতই তুমুল, নোরার অবস্থান ততটাই স্পষ্ট।

‘আমি কাজপাগল, পার্টি আমার জীবনে নেই’ নোরার দৃঢ় ঘোষণা— সামাজিক যোগাযোগমাধ্যমে নোরা যখন নিজের বক্তব্য প্রকাশ করেন, তাতে একটা বিষয় পরিষ্কার— তিনি ক্ষুব্ধ, এবং এবার আর চুপ করে থাকার ইচ্ছে নেই।

বিজ্ঞাপন

তার ভাষায়— ‘আমি একজন কাজপাগল মানুষ। আমার কোনো ব্যক্তিগত জীবন নেই। ছুটির দিনে বাড়িতে থাকি, না হলে স্কুলের বন্ধুদের সঙ্গে দুবাইয়ের সমুদ্রসৈকতে কাটাই। আমার নামে ছড়ানো অপবাদ বিশ্বাস করবেন না।’

বলিউডে কর্মনিবেদিত তারকাদের তালিকায় নোরার নাম বরাবরই সামনে। ভোর থেকে রাত পর্যন্ত শুটিং, ডান্স রিহার্সাল, বিদেশি ট্যুর— তার সময়সূচি যেমন কঠোর, তেমনি ব্যক্তিগত জীবনে তুলনামূলকভাবে তিনি নীরব। এই নিভৃত জীবনযাপনই কি বিতর্ক ছড়ানো গসিপ–পৃষ্ঠাগুলোর প্রিয় লক্ষ্য? অনেকেই তাই বলছেন।

নোরা যেমন জনপ্রিয়, তেমনি তিনি বলিউডে ‘আউটসাইডার’— ইন্ডাস্ট্রির বাইরের মানুষ। এমন তারকাদের নিয়ে গুজব ছড়ানো বা ক্লিক–বেইট তৈরি করা মিডিয়ার এক পুরনো অভ্যাস।

তাছাড়া নোরার ডান্স– স্টার ইমেজ, আন্তর্জাতিক ফলোয়িং, সোশ্যাল মিডিয়া উপস্থিতি— সব মিলিয়ে তার নাম জড়িয়ে খবর হলে আলোচনা তুঙ্গে ওঠে।

বলিউড বিশ্লেষকদের মতে, ‘যে তারকার লাইমলাইট বেশি, তাকে ঘিরে গসিপও বেশি।’ নোরার ক্ষেত্রেও সেই নিয়মই যেন হুবহু মিলেছে।

অভিযোগের তালিকায় শুধু নোরা নন, নাম এসেছে শ্রদ্ধা কাপুর ও উরফি জাবিনেরও। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিষয়টি তদন্তে নামছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। কিন্তু তদন্ত শুরু হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ার আদালতে যেন রায় ঘোষণা হয়ে যাচ্ছে— এটাই নোরার ক্ষোভের জায়গা।

নোরার সতর্ক বার্তা- ‘এবার আর কেউ ছাড় পাবেন না’। তার সতর্কতা ছিল কড়া— ‘যারা আমার নাম ব্যবহার করছেন, তাদের বলি—দয়া করে করবেন না। এবার আর মুখ বুজে মেনে নেব না।’

বলিউডে সাধারণত তারকারা বিতর্ক এড়িয়ে যেতে চান। কিন্তু নোরা এবার যে ভিন্ন পথে হাঁটলেন, তাতে বোঝা যায়— অনবরত অপমানের বিরুদ্ধে তিনি অবস্থান নিতে প্রস্তুত। মাঝেমধ্যে দেখা যায়, যে তারকাকে পর্দায় আমরা দেখছি ঝলমলে নাচে–গানে, বাস্তবে সে অনেক বেশি লড়াকু। নোরা ফাতেহি ঠিক তেমনই— একদিকে আন্তর্জাতিক পর্যায়ে তার একের পর এক সফল ডান্স পারফরম্যান্স, অন্যদিকে ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত কাদা–ছোড়ার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ।

দিনশেষে বিষয়টি এখনও ‘অভিযোগ’ পর্যায়ে। বাস্তবতা কী, তদন্তেই তা স্পষ্ট হবে। কিন্তু নোরার এই দৃঢ় অবস্থান ভক্তদের চোখে তাকে আরও শক্তিশালী করে তুলেছে—যে নাচে যেমন আগুন, চরিত্রেও তেমন দৃঢ়।

সারাবাংলা/এফএন/এএসজি