বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে ঘিরে গত কয়েকদিন ধরে নানা গুঞ্জন চলছিল। পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বিবৃতি না আসলেও মুম্বাইয়ের একাধিক সংবাদমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
প্রবীণ এই অভিনেতা মুম্বাইয়ের জুহুর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। আগামী ৮ ডিসেম্বর ৯০ বছরে পা দিতেন তিনি। গত কয়েক সপ্তাহ ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। দুই সপ্তাহ আগে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর বাড়িতেই চিকিৎসা চলছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে নিরাপত্তা জোরদার করা হয় এবং তার তিন মেয়ে— এশা, অজিতা ও বিজেতা— বাসায় উপস্থিত ছিলেন।
ধর্মেন্দ্রের স্ত্রী হেমা মালিনীও হাসপাতালে এবং বাড়ি উভয় জায়গায় পাশে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে গত মাসেও ভুয়া মৃত্যু সংবাদের ভিড় ঘটেছিল, যা পরিবার খণ্ডন করে জানিয়েছিলেন। হেমা মালিনী লিখেছিলেন, ‘দায়িত্বশীল সংবাদমাধ্যমের উচিত নয় এমন মিথ্যা খবর ছড়ানো।’
ধর্মেন্দ্রের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। মুম্বাইয়ের পবন হংসে তার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, অক্ষয় কুমার, অনিল কাপুর, সঞ্জয় দত্ত, আমির খান, সালমান খানসহ আরও অনেক তারকা তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন। হেমা মালিনী, এষা দেওলসহ দেওল পরিবারও সেখানে উপস্থিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বলিউড তারকা করণ জোহর, কারিনা কাপুর খান, বোমান ইরানি, অনন্যা পান্ডেস এবং আরও অনেকে শোক প্রকাশ করেছেন। ধর্মেন্দ্রের জীবন ও কাজ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের একটি অবিনশ্বর অধ্যায় হয়ে থাকবে।