Monday 24 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাইভ অ্যাকশনে ফিরছে ‘মোয়ানা’, নতুন মুখে নতুন যাত্রা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৪ নভেম্বর ২০২৫ ১৭:৩০

অ্যানিমেশনপ্রেমীদের প্রিয় ‘মোয়ানা’ এবার পাবে নতুন আঙ্গিক। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ডিজনির এই মিউজিক্যাল অ্যাডভেঞ্চার সিনেমা ছোট-বড় সবার হৃদয় জয় করেছিল। সিনেমাটি বিশ্বজুড়ে আড়াইশ কোটিরও বেশি অর্থ উপার্জন করেছিল, যা প্রমাণ করে, মোয়ানা কেবল একটি চরিত্র নয়, বরং বহু মানুষের প্রিয় স্মৃতির অংশ।

সেখানেই আট বছর পরে ২০২৪ সালের নভেম্বরে মুক্তি পায় এর সিকুয়েল ‘মোয়ানা ২’। নতুন এ গল্পও বক্স অফিসে ঝড় তুলেছে, আয় করেছে এক বিলিয়ন ডলারের বেশি। তবে এবার দর্শকরা পেতে যাচ্ছেন এক সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা।

ডিজনি ঘোষণা করেছে, ২০২৬ সালের ১০ জুলাই তারা আনছে লাইভ অ্যাকশন ‘মোয়ানা’। অর্থাৎ, এবার অ্যানিমেশনের বদলে চরিত্রগুলোকে ফুটিয়ে তুলবেন বাস্তবের শিল্পীরা। যদিও কিছু কিছু দৃশ্যে থাকবে অ্যানিমেশন, প্রধান চরিত্রগুলোকে এবার জীবন্ত অভিনয় দ্বারা দেখা যাবে।

বিজ্ঞাপন

লাইভ অ্যাকশন সিনেমায়ও মাউয়ি চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেতা ডোয়াইন ‘দ্য রক’ জনসন। অ্যানিমেশনের দুই পর্বে মাউয়ির কণ্ঠ দিয়েছিলেন ডোয়াইন, তবে নতুন সিনেমায় আউলি ক্রাভালিওকে দেখা যাবে না। আউলি জানিয়েছেন, তিনি ক্যামেরার সামনে অভিনয় করতে আগ্রহী নন, তাই নতুন সিনেমায় তিনি যুক্ত হয়েছেন নির্বাহী প্রযোজক হিসেবে।

মোয়ানা চরিত্রে নেওয়া হয়েছে সিডনিতে জন্ম নেওয়া ১৭ বছর বয়সী অভিনেত্রী ক্যাথেরিন লাগাইয়াকে। ক্যাথেরিনের অভিষেক মূলত প্রাইম ভিডিওর ‘দ্য লস্ট ফ্লাওয়ারস অব অ্যালিস হার্ট’ সিরিজের তিনটি পর্বে হলেও, বড় পর্দায় প্রধান চরিত্রে অভিষেক হচ্ছে এই সিনেমা দিয়ে।

ক্যাথেরিন বলেন, ‘এ চরিত্রে অভিনয় করতে পেরে আমি খুব খুশি। মোয়ানা আমার অনেক প্রিয় চরিত্র। আমার দাদাও এসেছিলেন পলিনেশিয়ার দ্বীপরাষ্ট্র সামোয়া থেকে। ফলে আমার চেহারায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের মানুষের ছাপ আছে। মোয়ানা অনেকটা আমার মতোই দেখতে। এই চরিত্রে অভিনয় করে আমি গর্বিত।’

প্রশংসিত চরিত্র ও নতুন প্রযোজনার সংমিশ্রণ দর্শকদের জন্য এনে দেবে এক নস্টালজিক ও আধুনিক অভিজ্ঞতার মিশ্রণ। ২০২৬ সালের জুলাই মাসে মুক্তি পেতে যাওয়া এই সিনেমা অ্যানিমেশনপ্রেমীদের জন্য হয়ে উঠতে যাচ্ছে বড় পর্দার একটি আকর্ষণীয় উৎসব।