রোমান্টিক বাংলা সিরিয়াল ‘চিরদিনই তুমি যে আমার’— এই নাটকের জুটি হিসেবেই আলোচনায় এসেছিলেন জিতু কমল ও দিতিপ্রিয়া রায়। পর্দায় chemistry, জনপ্রিয়তা, TRP— সবই ছিল উঁচুতেই। কিন্তু ঠিক সেই জুটিকেই ঘিরে এখন চলছে তুমুল বিতর্ক! শোনা যাচ্ছে— জিতুর সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে আর স্বচ্ছন্দ নন দিতিপ্রিয়া। এই সিদ্ধান্ত ঘিরেই কলকাতার টেলিভিশন অঙ্গনে রীতিমতো ঝড় উঠেছে। এর পরেই বড় ঘোষণা— ধারাবাহিক থেকে সরে দাঁড়ালেন দিতিপ্রিয়া রায়।
২৫ নভেম্বর দুপুরে আর্টিস্ট ফোরামের কাছে ই–মেইলে নিজের সিদ্ধান্ত জানান তিনি। সেখানে লেখেন— শারীরিক ও মানসিকভাবে তিনি বিপর্যস্ত, তাই সেটে ফেরা সম্ভব নয়। আর্টিস্ট ফোরামও জানিয়েছে— এই ব্যক্তিগত বিষয়ে তাদের হস্তক্ষেপ করা অনুচিত।
গত শনিবার এই দুজনকে নিয়ে বৈঠকেও সমাধান আসেনি। প্রযোজনা প্রতিষ্ঠান, চ্যানেল, টেকনিশিয়ান— সবার কথা ভেবে দিতিপ্রিয়াকে পুনর্বিবেচনার অনুরোধ করা হয়। কিন্তু তিনি সিদ্ধান্তে অনড়ই থাকেন।
এখন প্রশ্ন— দিতিপ্রিয়া সরে দাঁড়ালে ‘অপর্ণা’ চরিত্রে কে আসবেন? সিরিয়ালের ভবিষ্যৎ কী?— চ্যানেল বা প্রোডাকশন হাউস এখনো কিছু জানায়নি।
দিতিপ্রিয়া রায় — ভারতের জনপ্রিয় অভিনেত্রী— ‘রাজা রানি’, ‘করুণাময়ী রানি রাসমণি’ সিরিয়ালে অভিনয়ে দারুণ জনপ্রিয়। ছোট পর্দা থেকে ওয়েব সিরিজ, সবটাতেই সমান সফল। তার অভিনয়, অভিব্যক্তি ও পর্দা প্রেজেন্সের জন্য দর্শকপ্রিয়।
আর জিতু কমল — টেলিভিশন, সিনেমা ও ওয়েব—সব মাধ্যমেই কাজ। মিষ্টি রোমান্টিক নায়ক হিসেবে পরিচিত। ‘বাবা লোকনাথ’, ‘চোরাবালি’সহ একাধিক সিরিয়াল-ফিল্মে অভিনয়। শান্ত, পরিণত ও স্থির অভিনয়ধারার জন্য প্রশংসিত।
শেষ কথা হচ্ছে, দর্শক বলছেন— ব্যক্তিগত মতপার্থক্য যাই হোক, বড় ক্ষতি হচ্ছে সিরিয়ালের ওয়ার্ক-টিমের। এখন সবার চোখ চ্যানেলের সিদ্ধান্তে। ‘অপর্ণা’র নতুন মুখ কে?— উত্তর মিলতে আর একটু অপেক্ষা।