Wednesday 26 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যানিমেশনের জাদুতে ম্যারাডোনা!

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ১২:৩৮

ফুটবল মাঠে যেন জাদুর ছোঁয়া। বল পায়ের কাছে এলেই কেমন নাচতে শুরু করত। মাত্র কয়েক সেকেন্ডেই ভিড় ঠেলে এগিয়ে যেতেন, গোল করে হাজারো মানুষকে মাতিয়ে তুলতেন। তিনি দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা— যার জীবনের প্রতিটি মুহূর্ত যেন নাটক, বিস্ময় আর আবেগে ভরা। এবার সেই ম্যারাডোনা ফিরছেন নতুন রূপে— অ্যানিমেটেড চরিত্র হয়ে।

ভারতের রিলায়েন্স অ্যানিমেশন ঘোষণা দিয়েছে, তারা নির্মাণ করতে যাচ্ছে ম্যারাডোনার জীবনীভিত্তিক বিগ বাজেট অ্যানিমেশন সিরিজ। এই খবর প্রকাশ হতেই ফুটবলপ্রেমীদের মাঝে ছড়িয়েছে নতুন উচ্ছ্বাস।

ম্যারাডোনার গল্প— শৈশব থেকে বিশ্বজয়

মুম্বাইভিত্তিক রিলায়েন্স অ্যানিমেশন আর্জেন্টিনার ম্যারাডোনা পরিবারের অনুমতি নিয়েই তৈরি করছে এই সিরিজ। শৈশবের দারিদ্র্য, প্রতিভার ঝলক, ক্লাব ফুটবলে উত্থান, ১৯৮৬ বিশ্বকাপে ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’— সবই দেখা যাবে নতুন অ্যানিমেটেড ম্যারাডোনায়।

বিজ্ঞাপন

এ সিরিজে থাকবে— তার ক্যারিয়ারের মোড় ঘোরানো সিদ্ধান্ত, মাঠের বাইরের সংগ্রাম, নেশা, বিতর্ক, পতন, আবার ঘুরে দাঁড়ানো। এবং সবচেয়ে বড় কথা— তার সাংস্কৃতিক প্রভাব, যা ফুটবলের গণ্ডি ছাড়িয়ে তাকে বানিয়েছিল একটি বিশ্বতরঙ্গ।

গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ ওয়েভস ফিল্ম বাজারে আনুষ্ঠানিকভাবে জানানো হয় সিরিজটির পরিকল্পনা। ‘রিলায়েন্স এন্টারটেইনমেন্ট’–এর প্রধান নির্বাহী শিবাশীষ সরকার বলেন, “ম্যারাডোনার জীবন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তার দৃঢ়তা ও আবেগ মানুষের হৃদয় ছুঁয়ে যায়।”

অ্যানিমেশন বিভাগের প্রধান তেজোনিধি ভাণ্ডারে জানান, “এ নির্মাণ আমাদের জন্য এক বড় মাইলফলক।”

ম্যারাডোনা পরিবারের উচ্ছ্বাস—‘আমাদের ভাইয়ের গল্প বিশ্বজুড়ে ছড়িয়ে যাক’। ম্যারাডোনার বোন রিতা ম্যারাডোনা আনন্দের সঙ্গে বলেন, “বিশ্বের শিশুদের কাছে আমাদের ভাইয়ের গল্প পৌঁছে দেবে এই সিরিজ— এটা আমাদের জন্য এক আবেগঘন মুহূর্ত।” এক কথায়, পরিবার থেকে অনুমতি পাওয়া মানেই নির্মাণে স্বচ্ছতা ও মর্যাদা— যা জীবনীভিত্তিক প্রজেক্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিরিজটি এখনো পরিকল্পনাধীন। নির্মাতা, কাস্টিং, ট্রেলার বা মুক্তির সময় এখনো ঘোষণা হয়নি। তবে ধারণা করা হচ্ছে— বড় কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্ম পাশাপাশি টেলিভিশন সম্প্রচার —এই দুটি মাধ্যমই লক্ষ্য করে এগোচ্ছে রিলায়েন্স। ভক্তরা তাই আশা করছেন, ম্যারাডোনার অ্যানিমেটেড রূপ দেখতে খুব বেশি অপেক্ষা করতে হবে না।

কেন ম্যারাডোনা এখনো প্রাসঙ্গিক?

কারণ তিনি— প্রতিভার অনন্য উদাহরণ, দারিদ্র্য থেকে উঠে আসা এক বিশ্বনায়ক, মাঠে শিল্পীর মতো সৃজনশীল আর মাঠের বাইরে ছিলেন সংগ্রামী, মানবিক, দ্বন্দ্বময়— এই অ্যানিমেশন সিরিজ তাই শুধু শিশুদের নয়, বড়দের জন্যও হবে অনুপ্রেরণার নতুন দরজা।

কিংবদন্তি কখনো মরে না

ম্যারাডোনার মৃত্যুর পরও পৃথিবীর অসংখ্য ফুটবলপ্রেমী তাকে ভুলে যায়নি। এবার তার গল্প ফিরে আসছে নতুন মাধ্যমে, নতুন দর্শকের কাছে, নতুন এক ভাষায়। যে ভাষা ড্রিবলিং, স্বপ্ন আর জয়ের। যার নাম—ম্যারাডোনা।

বিজ্ঞাপন

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর