বলিউডে একসময় সিনেমার গানেই নাচ দেখার সুযোগ ছিল। এখন গল্প পুরো বদলে গেছে— ভালো সিনেমা দরকার নেই, বড় স্টেজও দরকার নেই… শুধু একটা হাই–প্রোফাইল বিয়ে হলেই চলে!
ইদানীং ভারতের নামী–ধামি ব্যবসায়ীদের বিয়েতে জমকালো আলো, ডিজাইনার লেহেঙ্গা, লাইভ ব্যান্ড— আর তার সঙ্গে বলিউড তারকার ঝলমলে পারফরম্যান্স। একেবারে রেড কার্পেট মুড!
এখন যেমন—উদয়পুরে বসেছে শিল্পপতি রাজু মন্টেনার মেয়ে নেত্রার বিয়ের আসর। লেকের ধারে প্রাসাদ, আতশবাজি, ড্রোন শো, মেহমানের ভিড়— আর স্টেজে রণবীর সিং, জাহ্নবী কাপুরদের নাচ! এ যেন বিয়ে নয়— সম্পূর্ণ সিনেমার সেট!
কিন্তু প্রশ্নটা সবার মাথায়— এসব পারফরম্যান্সের জন্য তারকারা কত নেন? চলুন, তালিকাটা দেখে নেই—
ক্যাটরিনা কাইফ: বিয়ের নাচের রানী বলা যায়। শীলা থেকে চিকনি চামেলি— যে গানই বাজে, স্টেজ আগুন! একটি অনুষ্ঠানের পারিশ্রমিক—৩.৫ কোটি রুপি।
শাহরুখ খান: উনি নাচুন বা না নাচুন— উপস্থিত থাকাই ‘মেইন ইভেন্ট’। গেস্টরা খাওয়া ভুলে শুধু তাকিয়েই থাকেন! পারিশ্রমিক—৩ কোটি রুপি।
অক্ষয় কুমার: এনার্জি–প্যাকড পারফরমার। বিয়েতে খুব একটা দেখা যায় না, কিন্তু ডাকলে— ২.৫ কোটি রুপি।
হৃতিক রোশন: স্টেপ নয়, তার পুরো শরীরই নাচে! চোখের ইশারায়ও বাজিমাত। পারিশ্রমিক— ২.৫ কোটি রুপি।
সালমান খান: মুডে থাকলে স্টেজ দাপিয়ে বেড়ান। তার জন্য পারিশ্রমিক— ২ কোটি রুপি।
আলিয়া ভাট: সুবোধ, গ্রেসফুল, স্টাইলিশ— বিয়ে মানেই আলিয়ার রাজকুমারী ভাইব। পারিশ্রমিক—১.৫ কোটি রুপি।
দীপিকা পাড়ুকোন: স্টেজে উঠলেই এলিগ্যান্সের ঝড়। আগে নিয়মিত পারফর্ম করতেন— তখন পারিশ্রমিক ছিল প্রায় ১ কোটি রুপি।
এতেই থেমে নেই—
রণবীর সিং: পার্টির এনার্জি জেনারেটর! পারিশ্রমিক ১–২ কোটি রুপি।
এমনকি এখন হলিউড তারকারাও নাকি ‘ওয়েডিং অ্যাপিয়ারেন্স’-এর জন্য ভারতে উড়ে আসছেন! বাজেট?—গোপন। তবে শোনা যায়, পুরো ওয়েডিং প্ল্যানারের কপাল খুলে যায়!
ইন্ডিয়ান ওয়েডিং এখন শুধু বিয়ে নয়— এটা সম্পূর্ণ এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি।