যাদুকরের দুনিয়ার ভক্তদের জন্য সুখবর— হ্যারি পটার এবার বড় পর্দা ছাড়িয়ে আসছে টিভি সিরিজে। জে কে রাউলিংয়ের লেখা বিশ্ববিখ্যাত গল্পটি, যা ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত আটটি সিনেমার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছিল, এবার নতুন আঙ্গিকে জীবন্ত হবে।
ওয়ার্নার ব্রস ইতোমধ্যেই ১৪ জুলাই থেকে নতুন সিরিজের শুটিং শুরু করেছে। টিভি সিরিজের প্রতিটি সিজন হবে মূল সাতটি উপন্যাসের একটির উপর ভিত্তি করে। এ সিরিজের প্রচার শুরু হবে ২০২৭ সালে এইচবিও এবং এইচবিও ম্যাক্সে।
মূল চরিত্র হ্যারি পটারের ভূমিকায় থাকছে ১১ বছর বয়সী ডমিনিক ম্যাকলাফ্লিন। আগের সিনেমাগুলোতে হ্যারি চরিত্রে অভিনয় করেছিলেন ড্যানিয়েল র্যাডক্লিফ, যিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। নতুন হ্যারি পটারকে স্বাগত জানিয়ে ড্যানিয়েল বলেন, ‘আমি ডমিনিককে একটি চিঠি পাঠিয়েছি। আশা করি, তার সময়টি সিরিজে দারুণ কাটবে।’
ড্যানিয়েল আরও জানান, ‘যখনই আমি ডমিনিক বা সিরিজের অন্য শিশুদের ছবি দেখি, তাদের জড়িয়ে ধরতে ইচ্ছা করে। আমাকে ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে, যখন আমি হ্যারি পটারে অভিনয় করছিলাম। আমি চাই তাদের সময়টা আমার চেয়ে আরও ভালো কাটুক।’
ফ্যানদের জন্য এটি নিঃসন্দেহে এক উত্তেজনাপূর্ণ খবর। নতুন হ্যারি পটারকে নিয়ে তাদের কৌতূহল ও আগ্রহ দিন দিন বেড়ে চলেছে। দারুণ কল্পনাপ্রবণ জগতে ফিরে আসার জন্য প্রস্তুত হোন— টিভি স্ক্রিনে এবার নতুন হ্যারি পটারের যাদু।