বলিউডে কখনও কখনও একটি সিনেমা শুধু কাহিনীর জন্য নয়, তারকাদের পারিশ্রমিকের জন্যও খবর হয়ে যায়। রণবীর সিং-এর নতুন সিনেমা ‘ধুরন্ধর’ সেই ধরনের একটি উদাহরণ। মাত্র একদিনের মুক্তির পরই জানা গেল, রণবীর এই ছবির জন্য পেয়েছেন ৫০ কোটি রুপি! ভক্তরা খুশি, আর সিনেমা প্রোডিউসাররা ক্যালকুলেটরে ব্যস্ত।
সিনেমায় রণবীর ভারতীয় গোয়েন্দা এজেন্ট এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার চরিত্রে অভিনয় করেছেন। ভক্তরা বলছেন, ‘রণবীরের একশন, স্টাইল আর হাস্যরস একসাথে—দারুণ!’। পারিশ্রমিক শুনে অনেকেই মন্তব্য করছেন, ‘একটা দিনেই ৫০ কোটি! যদি সেটাই কাঁধে হিরোশিপ, আমাদেরও কিছু ট্রিক লাগে।’
‘ধুরন্ধর’-এ পাকিস্তানি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, তার পারিশ্রমিক ১০ কোটি রুপি। অন্যদিকে ক্রাইম লর্ড চরিত্রে দেখা গেলেন অক্ষয় খান্না, যিনি পেয়েছেন ২.৫ কোটি রুপি। আর মাধবন পেয়েছেন ৯ কোটি রুপি।
নায়িকা সারা অর্জুন-এর পারিশ্রমিক শুনলে ভক্তরা একটু অবাক হতে পারেন— মাত্র ১ কোটি রুপি। তবে মনে রাখতে হবে, রণবীরের সঙ্গে তার রোমান্টিক সিনগুলো ইতিমধ্যেই দর্শক হৃদয় চুরি করেছে।
ছবিতে আরও অভিনয় করেছেন অর্জুন রামপাল (১ কোটি রুপি)। তবে পারিশ্রমিকের তুলনায় ভক্তদের চোখে পারফরম্যান্স অনেক বড়। মনে হচ্ছে, ‘ধুরন্ধর’-এর তারকা কাস্ট যেন এক বিলাসবহুল পারিশ্রমিকের পরিবার!
প্রথম দিনেই দুই কোটি রুপি টিকিট বুকিং, ইতিবাচক রিভিউ— সব মিলিয়ে সিনেমা শুরুতেই হিট। অনেকে লিখেছেন, ‘রণবীরের ফ্যান হলে টাকা খরচ করাই আনন্দ।’