Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুভ-ঐশীর চুমুর দৃশ্যের গল্প

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৫০

ঢালিউডে নতুন সিনেমার টিজার ভিড় করলে অনেকেই কৌতূহলবশতেই চোখ রাখে বড় পর্দার দৃশ্যে। সম্প্রতি ওটিটিতে মুক্তির অপেক্ষায় থাকা ‘নূর’ সিনেমার ৪২ সেকেন্ডের টিজার ঘিরে ঠিক এমনটাই হলো। তবে সবচেয়ে বেশি আলোচনা তুলেছিল নদীর পাশে কাশবনের মাঝে শুভ ও ঐশীর একটি চুমুর দৃশ্য।

এই দৃশ্য দেখার পর দর্শকের মনে প্রশ্ন জাগতে বাধ্য- এই রোমান্স কি বাস্তব, নাকি শুধুই অভিনয়? এবার সেই নিরবতার গেরুয়া ভাঙলেন অভিনেত্রী জান্নাতুল ঐশী। তিনি স্পষ্ট করে বললেন, ‘আমি এটিকে পুরোপুরি অভিনয়ের অংশ হিসেবেই দেখি। বাস্তব জীবনে শুভর সঙ্গে আমার কোনও রোমান্টিক সম্পর্ক নেই।’

ঐশীর ভাষায়, সিনেমায় চুমুর দৃশ্য থাকলেই যে তা প্রেমের পরিচয় দেয় না। ‘চুমুর দৃশ্য না থাকলে বদলে অন্য কিছুই থাকতে পারত, যেমন নায়ককে ধাক্কা দেওয়া বা চড় মারা। অভিনয়ের প্রয়োজনে যে দৃশ্য প্রয়োজন, সেটিই তো করতে হয়।’

বিজ্ঞাপন

শুভ ও ঐশীর জুটি ইতিমধ্যে দর্শকের পছন্দের হয়ে উঠেছে। তাদের ‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ সিনেমার পর এবার ‘নূর’। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী, যা অবশেষে বায়োস্কোপ প্লাসে মুক্তি পেতে যাচ্ছে।

চোখ ধাঁধানো দৃশ্য আর সিনেমার গল্প— দর্শক যেটা উপভোগ করবেন, সেটাই মূল। আর অভিনয় এবং বাস্তব জীবনের ফারাক বোঝা গেলেই আসল আনন্দ!

বিজ্ঞাপন

শুভ-ঐশীর চুমুর দৃশ্যের গল্প
৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৫০

আরো

সম্পর্কিত খবর